নারায়ণগঞ্জে ‘অপারেশন ডেভিল হান্ট’ এ আওয়ামীলীগ নেতাসহ ১৯ জন গ্রেপ্তার


নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
রোববার রাতে জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ১৯ আওয়ামী লীগ নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যাসহ বিভিন্ন মামলার আসামি। ডেভিল হান্ট অভিযানে ফতুল্লা থানা যুবলীগের দপ্তর সম্পাদক ইদ্রিস আলী, রূপগঞ্জ উপজেলা তারাব পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান শান্ত, সোনারগাঁ উপজেলার সাদীপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মামুন ভুঁইয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া আড়াইহাজারে নিয়মিত অভিযানের অংশ হিসেবে হারুন অর রশিদ (৪৪), জুয়েল রানা (৩৬), আবু মুছা (৩৮), লিটন (৩২), মাহাবুব হাসান (৩৮), কামাল উদ্দিন (৫০), রাসেল (২৪), খাইরুদ্দিন ইমন (২৪), রিফাত হাসান (২০), হোসাইন গাজী (২১), সোহাগ (২২), মোসাদ্দেক হোসেন (২৪) ও আলামিনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, ‘গত ২৪ ঘন্টায় পুরো জেলায় ডেভিল হান্ট অপারেশনে ৩ জন এবং নিয়মিত অভিযানে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।