নারায়ণগঞ্জে যানজট নিরসনে যৌথ অভিযান 

প্রকাশিত: 3:49 am, November 15, 2024 | আপডেট: 3:49 am,

নারায়ণগঞ্জে যানজট নিরসনে যৌথ অভিযান 

হাতিম বাদশা: নারায়ণগঞ্জে যানজট নিরসনের জন্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, জেলা পুলিশ, বিআরটিএ ও সেনাবাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালিত হয়েছে। এই সময় বেশ কয়েকটি ফিটনেস বিহীন ও অবৈধ গাড়ি কে ডাম্পিংয়ে পাঠানো হয় এবং জরিমানা করা হয় বন্ধন পরিবহন নামের একটি বাসকে।

 

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল এগারোটার দিকে এ অভিযান শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে।

 

অভিযান চলাকালীন বন্ধন পরিবহন কে দশ হাজার টাকা জরিমানা, গ্রীন ঢাকা ও আশিয়ান পরিবহনের দু’টি বাস, দুটি লেগুনা, বেশকয়েকটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি সিএনজিচালিত অটোরিকশাকে ডাম্পিংয়ে পাঠিয়ে দেয়।

 

অভিযানের ব্যাপারে নাসিকের নির্বাহী কর্মকর্তা বলেন, ‘ যানজট নিরসনে নাসিকসহ পাঁচটি সংস্থা অভিযান পরিচালনা করেছে। অনুমোদনহীন কয়েকটি পরিবহনকে ডাম্পিংয়ে পাঠানো হয়েছে এবং একটি পরিবহনকে জরিমানা করা হয়েছে। চাষাড়া থেকে দূরপাল্লার বাস কাউন্টারগুলো চাঁদমারীতে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাকগুলো সকাল আটটা থেকে রাত নয়টা পর্যন্ত শহরের ভেতরে প্রবেশ করতে নিষেধ করা হয়েছে।

 

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা, নাসিকের পক্ষে সচিব নূর কুতুবুল আলম, সেনাবাহিনীর মেজর আয়াজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রুহুল আমিন সাগর, বিআরটিএ’র মোটরযান পরিদর্শক সাইফুল কবির।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *