নিখোঁজ মাদ্রাসার ছাত্র সিহাবের সন্ধান চায় পরিবার


নিজস্ব প্রতিবেদক: লক্ষীপুরের চন্দ্রগন্জ থানার গন্ধর্ব্যপুর গ্রামের সিহাব আহাম্মেদ (১৩) নামের এক কিশোর গত সোমবার (২রা ডিসেম্বর) বাসা থেকে মান্দারী বাজার মাদ্রাসার উদ্দেশ্য বের হয়ে নিখোঁজ রয়েছে।
সকাল ১০টায় বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তার সন্ধান না পেয়ে পরিবারে উৎকণ্ঠা বাড়ছে। এ ব্যাপারে নিখোঁজ শিশুর পিতা ওসমান গনি চন্দ্রগন্জ থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করছেন। যাহার নং জিডি টেকিং নং OCHXDB জিডি নং ২৮২ ৬/১২/২৪ তারিখ৷
সিহাবের পরিবার জানায়, সম্ভাব্য নানা স্থানে খুঁজেও ছেলেকে না পেয়ে তাদের চরম উৎকণ্ঠায় দিন কাটছে। যদি কেউ তার সন্ধান পায় তাহলে ওসমান গনি ০১৭৬৬৭০৯৯১৪, ০১৮১৮৬৮৭৬০৪ (পিতা) এই নম্বরে জানাতে অনুরোধ করা হয়েছে।