পঞ্চগড়ে ঠান্ডায় হাসপাতালে বাড়ছে শিশু রোগীর সংখ্যা

প্রকাশিত: 11:33 pm, January 22, 2025 | আপডেট: 11:33 pm,

পঞ্চগড়ে ঠান্ডায় হাসপাতালে বাড়ছে শিশু রোগীর সংখ্যা

নিউজ ডেস্কঃ

আজ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। টানা কয়েক দিন ধরে ঘন কুয়াশা আর হিমেল বাতাসে পঞ্চগড়ে হাড়কাঁপানো শীত অনুভূত হচ্ছে। এতে হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। বিশেষ করে শিশু ও বয়স্ক ব্যক্তিরা জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। ঠান্ডাজনিত এসব রোগ এড়িয়ে চলতে সচেতন থাকার পাশাপাশি শিশু ও বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল সূত্রে মতে, আজ সকাল ৮টা পর্যন্ত ১০০ শয্যার এই সদর হাসপাতালটিতে রোগী ভর্তি রয়েছেন ২১৪ জন। এর মধ্যে পুরুষ ৫৩ জন, নারী ১০৫ জন এবং নবজাতক ও শিশু ৫৬টি। এ ছাড়া সকাল ৮টা থেকে ১০টার মধ্যে ২ ঘণ্টায় হাসপাতালে শীতজনিত ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত শিশু ভর্তি হয়েছে আরও ৫টি।

 



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *