পোষ্টার করে অপপ্রচার করার প্রতিবাদে যুবদল নেতার সংবাদ সংম্মেলন

প্রকাশিত: 1:50 am, March 13, 2025 | আপডেট: 1:50 am,

পোষ্টার করে অপপ্রচার করার প্রতিবাদে যুবদল নেতার সংবাদ সংম্মেলন

# সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন লায়ন শওকত আকবর সোহাগ।

 

মীরসরাই প্রতিনিধি ::- চট্টগ্রামের মীরসাইয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে বিএনপি নেতা ও তার পরিবারকে ঘায়েল করার জন্য চাঁদাবজি, টেন্ডারবাজি, রফিক মেম্বার হত্যার মাস্টার মাইন্ড আখ্যা দিয়ে দেয়ালে পোষ্টারিং এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত অপপ্রাচারে প্রতিবাদে সংবাবদ সম্মেলন করেছেন যুবদল নেতা ও ব্যবসায়ী লায়ন শওকত আকবর সোহাগ।

 

বুধবার( ১২ মার্চ) দুপুরে মিরসরাইস্থ মোজাম্মেল টাওয়ারের একটি রেঁস্তোরায় উক্ত সংবাদ সম্মেলন করেন। এসময় তিনি লিখিত অভিযোগ করে বলেন, মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে খুন হওয়া রফিক মেম্বার হত্যা মামলায় সোচ্চার থাকার কারণে একটি কুচক্রি মহল তার এবং তার পরিবারের সদস্যদের জড়িয়ে মিথ্যা ও বানোয়াট অপবাদ দিয়ে বিভিন্ন স্থানে পোষ্টারিং এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে যাচ্ছে।

 

উক্ত মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের প্রতিকার চেয়ে তিনি সংবাদ সম্মেলনে প্রতিবাদ জানান। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, মঘাদিয়া ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব আলা উদ্দিন, কাটাছরা ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব নুর উদ্দিন জাহেদ, জাসাসের ভাইস চেয়ারম্যান সেলিম উদ্দিন, নিহত রফিক মেম্বারের ভাই অহিদুল ইসলাম, সাবেক ছাত্রদল নেতা হারুন অর রশীদ, সাবেক ছাত্রদল নেতা সাঈদ ভূইঁয়া বিভিন্ন ইউনিটের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *