ফেইসবুকে পরিচয় প্রেমিকাকে ডেকে নিয়ে ধর্ষণ রিক্সাচালক সেজে ৩ সংঘবদ্ধ ধর্ষনকারীকে গ্রেফতার

প্রকাশিত: 5:02 pm, January 18, 2025 | আপডেট: 5:02 pm,

ফেইসবুকে পরিচয় প্রেমিকাকে ডেকে নিয়ে ধর্ষণ রিক্সাচালক সেজে ৩ সংঘবদ্ধ ধর্ষনকারীকে গ্রেফতার

ফেইসবুকে পরিচয় প্রেমিকাকে ডেকে নিয়ে ধর্ষণ
রিক্সাচালক সেজে ৩ সংঘবদ্ধ ধর্ষনকারীকে গ্রেফতার
স্টাফ রিপোর্টার ঃ

ফেইসবুকে পরিচয় প্রেমিকাকে ডেকে নিয়ে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষনের অভিযোগ। রি·াচালক সেজে শুক্রবার সন্ধ্যায় ৩ সংঘবদ্ধ ধর্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- মাসুম (২৬),ইস্রাফিল (২৮) অপর একজনের নাম জানা যায়নি।

ঘটনার বিবরনে জানাযায়, ২/৩ মাস পূর্বে ফেইসবুকের মাধ্যমে কিশোরীর বন্ধু হয় মাসুম। একপর্যায়ে তার সাথে প্রেম হয়। দীর্ঘদিন ধরে তাদের ফেইসবুকে ও ম্যাসেঞ্জারে কথোকপতন এবং মোবাইল ফোনে কথা হয়। বুধবার (১৫ জানুয়ারী) কিশোরীকে কাজলারপাড় বাসায় ডেকে নেয় তার প্রেমিক। সেখানে তাকে আটকে রেখে তিন বন্ধু পালাক্রমে ধর্ষন করে। এসময় কিশোরীর আপত্তিকর ভিডিও করা হয়। ধর্ষনের আপত্তিকর ভিডিও দেখিয়ে তার কাছে টাকা দাবি করে সংঘবদ্ধ ধর্ষকরা। টাকা না দিলে ভিডিও সামাজিক যোগাযোগে ছেড়ে দেয়ার হুমকি দেয় ধর্ষকরা। কিশোরী বিকাশে বিশ হাজার টাকা এনে তাদেরকে দেয়। তাকে ছেড়ে দিয়ে বলে আমরা যখন তোকে ডাকব তখন আসবি এবং টাকা নিয়ে আসবি। নচেৎ তোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিব।

তাদেরকে টাকা দেয়ার কথা বলে শুক্রবার বিকেলে কিশোরী ধর্ষকদের ফোন দেয়। এর আগে যাত্রাবাড়ি থানার পুলিশকে অবগত করা হয়। যাত্রাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মোহশীন হোসাইন এর নেতৃত্বে এসআই ফখরুল, এস আই সাইদুল, এস আই মহিবুল্যাহ, এ এস আই পলাশসহ সঙ্গীয় ফোর্স নিয়ে কেউ রি·া চালক, কেউ হত দরিদ্র সেজে ওতপেতে ধর্ষক তিনজনকে গ্রেফতার করে।

ডেমরা জোনের এসি সবুজ আহমেদ এর মুঠোফোনে গ্রেফতারকৃত আসামীর নাম তথ্য জানতে চাইলে তিনি বলেন, এ ঘটনার বিষয়ে আপনাকে কে বলেছে। তিনি নাম না বলে ও কোন তথ্য না দিয়ে আমাদেরকে কাজ করতে দেন বলে লাইন বিচ্ছিন্ন করে দেন।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *