বছরখানেক সময় পেলে সংস্কারগুলো করে যেতে পারবে অর্ন্তবর্তী সরকার

প্রকাশিত: 5:06 pm, December 24, 2024 | আপডেট: 5:06 pm,

বছরখানেক সময় পেলে সংস্কারগুলো করে যেতে পারবে অর্ন্তবর্তী সরকার

নিউজ ডেস্কঃ

যেসব বিষয়ে জাতীয় ঐকমত্য আছে সেসব বিষয়ে সংস্কার শুরু করার মৌখিক অনুমতি দিয়েছেন প্রধান উপদেষ্টা। রাজধানীতে এক সংলাপে আইন উপদেষ্টা আসিফ নজরুল এ তথ্য জানিয়ে বলেন, বছরখানেক সময় পেলে সংস্কারগুলো করে যেতে পারবে অর্ন্তবর্তী সরকার। এসময় বিচার বিভাগকে প্রভাবমুক্ত রাখতে নিয়োগ ও পদায়নে স্বচ্ছতা আনার পরামর্শ দেন আইন বিশ্লেষকরা।বছরখানেক সময় পেলে সংস্কার কাজগুলো সম্পন্ন করতে পারবেন জানিয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ইচ্ছা আছে বছরখানেক সময় পেলে এই কাজগুলো করে যাব। এরপরও পলিটিক্যাল পার্টির ওনারশিপের একটা ব্যাপার আছে। পরের সরকার এসে এগুলো বাতিলও করে দিতে পারে। তিনি আরও বলেন, ঐকমত্য থাকলে, পরবর্তী রাজনৈতিক সরকার সহজে এই সংস্কারগুলো বদলাতে বা বাতিল করতে পারবে না। আমাদের জন্য সংস্কারের কোনো বিকল্প নেই।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *