বাংলাদেশ পুলিশের ৬৫ কর্মকর্তাকে দেশের বিভিন্ন ইউনিটে বদলি


নিউজ ডেস্কঃ
বাংলাদেশ পুলিশের ৬৫ কর্মকর্তাকে দেশের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রকাশিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। একটি প্রজ্ঞাপনে ১৭ জনকে বদলি করা হয়েছে। যেখানে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, অতিরিক্ত কমিশনার, উপ-কমিশনার, যুগ্ম কমিশনার ও পুলিশ সুপার পদ মর্যাদার কর্মকর্তারা রয়েছে। আরেকটি প্রজ্ঞাপনে ৪৮ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। যাদের মধ্যে ১৭ জন সুপারনিউমারারিতে পদোন্নতিপ্রাপ্ত। এছাড়া মিশন থেকে ফেরত আসাদের একটা অংশ এই আদেশের মাধ্যমে পদায়ন করা হয়েছে।