বানারীপাড়ায় থানা পুলিশের উদ্যোগে শান্তি ও সম্প্রীতি সমাবেশ

প্রকাশিত: 12:21 am, December 16, 2024 | আপডেট: 12:21 am,

বানারীপাড়ায় থানা পুলিশের উদ্যোগে শান্তি ও সম্প্রীতি সমাবেশ

বরিশাল প্রতিনিধি: কাজী সোহানঃ

বরিশালের বানারীপাড়ায় থানা পুলিশের উদ্যোগে শান্তি ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ ডিসেম্বর) সকালে থানা চত্বরে অফিসার ইনচার্জ ( ওসি) মো. মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা পুলিশ সুপার মো. বেলায়েত হোসেন।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস. শরফুদ্দিন আহমেদ সান্টু। সমাবেশে এছাড়াও বক্তব্য রাখেন বরিশাল জেলা সহকারি পুলিশ সুপার ইকরামুল আহাদ, সোনাবাহিনীর ক্যাপ্টেন শেখ জুবায়ের শুভ, বানারীপাড়া উপজেলা বিএনপির আহবায়ক মো. শাহ্ আলম মিঞা,সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য গোলাম মাহমুদ মাহবুব মাস্টার,বানারীপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আফরোজা বেগম.উপজেলা ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সভাপতি মাওলানা মোহাম্মদ শিহাবউদ্দিন, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মো. খলিলুর রহমান শাহাদাত,পৌর বিএনপির সদস্য সচিব মো. হাবিবুর রহমান জুয়েল,

সমাবেশে বক্তারা বানারীপাড়া উপজেলায় শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহবান জানান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব রিয়াজ উদ্দিন আহম্মেদ মৃধা, উপজেলা যুবদলের আহবায়ক সাব্বির হোসেন সুমন হাওলাদার, সদস্য সচিব মিজান ফকির, সদস্য সচিব জাহিন খালাসী প্রমুখ। সমাবেশে রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্তিত ছিলেন।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *