বাহুবলে গুঁড়িয়ে দেওয়া হলো দুই অবৈধ ইটভাটা

প্রকাশিত: 1:38 am, March 11, 2025 | আপডেট: 1:38 am,

বাহুবলে গুঁড়িয়ে দেওয়া হলো দুই অবৈধ ইটভাটা

মোছাঃ নিছপা আক্তার :হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে অবৈধভাবে পরিচালিত নিউ রয়েল ব্রিকস ও রবিন ব্রিকস নামে দুইটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন।(১০ মার্চ) সোমবার দুপুরে অভিযান চালিয়ে ইটভাটা দুটি ধ্বংস করা হয়।

 

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রঞ্জিত চন্দ্র দাস।অভিযানকে যৌথবাহিনী সহযোগিতা করে।

 

জেলা প্রশাসন জানিয়েছে, হবিগঞ্জ জেলায় মোট ৯৪টি ইটভাটা রয়েছে, যার মধ্যে ৪টি অবৈধ। অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালানো হবে। এর অংশ হিসেবে সোমবার বাহুবল উপজেলার মিরপুর এরাকায় অবৈধভাবে পরিচালিত দুইটি অবৈধ ইটভাটা এক্সকেভেটর গুড়িয়ে দেওয়া হয়।

 

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রঞ্জিত চন্দ্র দাস জানান- অবৈধ ৪টির মধ্যে দুইটি গুড়িয়ে দেয়া হয়েছে।বাকী দুইটির বিরুদ্ধে শিগগিরই অভিযান চালানো হবে। কোন অবৈধ প্রতিষ্ঠানকে চলতে দেয়া হবে না।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *