বাহুবলে চলাচলের রাস্তায় টিনের বেড়া আদালতের আদেশে উচ্ছেদ

প্রকাশিত: 9:57 pm, December 23, 2024 | আপডেট: 9:57 pm,

বাহুবলে চলাচলের রাস্তায় টিনের বেড়া আদালতের আদেশে উচ্ছেদ

মোছাঃ নিছপা আক্তার, বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে সরকারি রাস্তায় টিনের বেড়া দিয়ে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে প্রতিপক্ষ।

 

এ ঘটনায় শিক্ষক আব্দুল কাইয়ুম বাদী হয়ে আদালতে মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে রাস্তার প্রতিবন্ধকতা নিরসনের জন্য বাহুবল মডেল থানা পুলিশকে আদেশ প্রদান করেন।

 

থানা পুলিশ আদালতের আদেশ পাওয়ার পর সোমবার ২৩ ডিসেম্বর সকাল ১১ টার দিকে এস আই সনত দাস একদল পুলিশ কে সাথে নিয়ে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের নিজগাঁও গ্রামে অভিযান পরিচালনা করেন। এ সময় রাস্তায় প্রতিবন্ধকতা নিরসন করে জনসাধারণের চলাচলের উপযোগী করে দিতে সক্ষম হয়েছে পুলিশ।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *