বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সীমান্ত হত্যায় গ্রেফতার ১

প্রকাশিত: 4:32 am, December 19, 2024 | আপডেট: 4:32 am,

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সীমান্ত হত্যায় গ্রেফতার ১

হাতিম বাদশাহ: নারায়ণগঞ্জের দেওভোগ এলাকায় বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. ওয়াজেদ সীমান্ত (২০) হত্যাকাণ্ডের ঘটনায় এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।

 

বুধবার (১৮ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার।

 

গ্রেপ্তারকৃত আসামির নাম অনিক (২৮)। সে নগরীর নয়ামাটি এলাকার মো. নয়ন ওরফে মরু সাহার ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ছিনতাই, ডাকাতি, মাদক মামলা সহ মোট ৮টি মামলা এবং ডাকাতির প্রস্তুতি ও মাদকের ২ মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি আছে বলে জানায় পুলিশ সুপার। এ সময় তার কাছ থেকে সীমান্ত হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো চাকু ও সীমান্তের মোবাইল ফোন উদ্ধার করা হয়।

 

গত ১২ ডিসেম্বর ভোর ৬ টার দিকে বিশ্ববিদ্যালয়ে উদ্দেশে যাওয়ার সময় নারায়ণগঞ্জ শহরের দেওভোগ আলী আহমদ চুনকা পাঠাগারের সামনে একদল ছিনতাইকারী ওয়াজেদ সীমান্ত কে ছুরিকাঘাত করে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ১৪ ডিসেম্বর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সে।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *