ভারত প্রকাশ্যে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্র চালাচ্ছে- তানভীর রবিন


মনির হোসেন: হিন্দু – মুসলিমের মধ্যে কোন দাঙ্গা সৃষ্টিতে আমরা বিশ্বাসী নই -বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।
তিনি বলেন, গত জুলাই-আগস্ট এ গণহত্যায় যাঁরা শহীদ হয়েছেন আমি তাদের মাগফেরাত কামনা করছি। ফ্যাসিস্ট শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করেছে। ভারত এই বাংলাদেশের মুসলমান এবং হিন্দু ভাই-বোনদের মাঝে দাঙ্গা লাগানোর জন্য উঠেপড়ে লেগেছে।
আজ শনিবার বেলা ১১ ঘটিকায় রাজধানীর জুরাইনের খন্দকার রোডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা ও মাদক-চাঁদাবাজি বন্ধের দাবিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫৪ নং ওয়ার্ড জাতীয়তাবাদী দল (বিএনপি)র এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন,ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা পূর্ববর্তী নির্বাচনগুলো তাঁর নিজের মতো করে সাজিয়েছিলেন এবং সাধারণ মানুষদের ভোটের অধিকার প্রয়োগ করা থেকে বঞ্চিত করেছিলেন।
রবিন বলেন, ভারত আজকে প্রকাশ্যে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য নানাভাবে ষড়যন্ত্র চালাচ্ছে। হিন্দু মুসলমান আমরা একে অপরের ভাই ভাই। আমরা নিজেরা নিজেদের মধ্যে কোনো দাঙ্গা সৃষ্টি করতে চাই না। কেউ যদি ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো সন্ত্রাসীমূলক কার্যক্রমে লিপ্ত থাকেন, তাহলে ফ্যাসিস্টের চাইতে দশ গুণ বেশি শাস্তি তাদের পেতে হবে। এই সমাজকে সুশৃঙ্খল রাখতে আমরা সকলে একত্রিত হয়ে কাজ করবো ইনশাআল্লাহ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর (দক্ষিণ) শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ শাহ্ আলম মোল্লা।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন ৫৪ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি হাজী জামান আহমেদ পিন্টু, সাবেক কমিশনার হাজী মোজ্জাম্মেল হোসেন শিকদার, বিএনপি নেতা হাজী তোফায়েল আহমেদ, হাজী আব্দুল মান্নান, হাজী মফিজুল ইসলাম মাখন, ইমতিয়াজ আহমেদ হিরো ও শাহ্ জালাল দেওয়ানসহ বিএনপির অন্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।