মধুপুরে ১ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল


আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে পৌর বিএনপির অধীনস্থ ১ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পৌর শহরের ১ নংওয়ার্ড বিএনপির আয়োজনে বুধবার( ৫ মার্চ) পৌর শহরের নাগবাড়ী মাদরাসা মাঠে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আঃ জলিল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম সিদ্দিক, সহসভাপতি লিলি সরকার প্রমুখ।, সহসভাপতি লিলি সরকার,।
এসময উপজেলা বিএনপি সহ পৌর বিএনপির নৃতৃবৃন্দ এবং সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিকেল হতে নেতা কর্মীরা উপস্থিত হতে থাকেন,। মাদরাসা মাঠ কানায কানায পূর্ণ হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন জনতার সাথে মাঠে বসে ইফতার করেন। তার এ দৃশ্য দেখে ইফতার মাহফিলে আগত জনতা খুব উৎফুল্ল। সুশৃঙ্খলভাবে ইফতার মাহফিল শেষ হয়।