ময়মনসিংহের ফুলবাড়িয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট 

প্রকাশিত: 1:26 pm, February 21, 2025 | আপডেট: 1:26 pm,

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট 

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলাপ্রতিনিধি : পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয় এবং উপজেলা প্রশাসন, ফুলবাড়িয়া, ময়মনসিংহ এর যৌথ উদ্যোগে ফুলবাড়িয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেরুননাহার এর নেতৃত্বে উপজেলায় অবৈধ ইট ভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।

 

উক্ত অভিযানে উপজেলার রঘুনাথপুর নামক এলাকায় অবস্থিত মেসার্স মেঘনা ব্রিকস, মেসার্স তরফদার ব্রিক্স , মেসার্স থ্রি স্টার ব্রিক্স, মেসার্স রজব ব্রিকস, মেসার্স সোনালী ব্রিকস, মেসার্স শামিম ব্রিক্স, কে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৫(২) ধারা লংঘন করায় প্রতিটি ইটভাটাকে পাঁচ লক্ষ করে মোট ত্রিশ লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।

 

ম্যাজিস্ট্রেট মেহেরুননাহার জানান, জনস্বার্থে পরিবেশ অধিদপ্তরের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে জানান।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *