ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবাসহ ২ নারী গ্রেফতার

প্রকাশিত: 8:03 pm, February 23, 2025 | আপডেট: 8:03 pm,

{“remix_data”:[],”remix_entry_point”:”challenges”,”source_tags”:[“local”],”origin”:”unknown”,”total_draw_time”:0,”total_draw_actions”:0,”layers_used”:0,”brushes_used”:0,”photos_added”:0,”total_editor_actions”:{},”tools_used”:{“square_fit”:1},”is_sticker”:false,”edited_since_last_sticker_save”:true,”containsFTESticker”:false}
ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবাসহ ২ নারী গ্রেফতার

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি : ময়মনসিংহ জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা।

 

আজ ২৩ ফেব্রুয়ারি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয় ময়মনসিংহের সহকারি পরিচালক মোঃ কাওসারুল হাসান রনি এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,বিভাগীয় গোয়েন্দা কার্যালয় ময়মনসিংহ কর্তৃক কোতোয়ালি মডেল থানাধীন চুরখাই সিবিএমসিবি হাসপাতালে সামনে ঢাকা টু ময়মনসিংহ মহা শড়কের উপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ময়মনসিংহের গৌরিপুর পৌরসভা ০৯ ওয়ার্ডের বালুয়াপাড়া এলাকার মৃত আব্দুল আজিজের দুই মেয়ে নাসিমা বেগম কনা ও নুরুন্নাহার ঝিলিককে১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও চারটি মোবাইল সেট সহ গ্রেফতার করা হয়।

 

অতঃপর গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়া চলমান রয়েছে।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *