মানিকগঞ্জের সাটুরিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংর্ঘষ


সারাফাত হোসেন ফাহাদঃ
মানিকগঞ্জের সাটুরিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে পাঁচজন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে ৩-৪টি বসতবাড়ি ভাঙচুর করা হয়।প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, উপজেলার পশ্চিম কাউন্নারা গ্রামের মো. সোহেল হোসেন ও মো. রুবেল হোসেন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলা ছাত্রদলের কর্মী ও উত্তর কাউন্নারা গ্রামের প্রান্ত মিয়াকে মারধর করেন। এ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ জড়িয়ে পড়ে। এতে পাঁচজন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে ৩-৪টি বসতবাড়ি ভাঙচুর করা হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সাটুরিয়া থানার ওসি মো. শাহিনুল ইসলাম জানান, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন স্যারের নেতৃত্বে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। তবে এখনো কেউ অভিযোগ করে নাই।