মালিকপক্ষের অত্যাচার অবৈধভাবে দোকান ঘর ছেড়ে দেওয়ার প্রতিবাদে মীরসরাইয়ে দোকানদারদের ধর্মঘট

প্রকাশিত: 2:37 am, January 4, 2025 | আপডেট: 2:37 am,

মালিকপক্ষের অত্যাচার অবৈধভাবে দোকান ঘর ছেড়ে দেওয়ার প্রতিবাদে মীরসরাইয়ে দোকানদারদের ধর্মঘট

মীরসরাই প্রতিনিধি:-

মীরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়ন নয়দুয়ারি বাজারে দোকানদাররা অস্থান ধর্মঘট করছেন শুক্রবার (৩ জানুয়ারি) মালিকপক্ষের অত্যাচার অবৈধভাবে দোকান ঘর ছেড়ে দেওয়ার প্রতিবাদে সারাদিন দোকন বন্ধ করে অবস্থা ধর্মঘট করেন তারা। ভাড়াটিয়া আরাফাত হোসেন বলেন আমি প্রতিমাসের ৫ থেকে ১০ তারিখের মধ্যে ভাড়া পরিষদ করি তবুও আমার দোকানে এসে লাথি মেরে সব ভেঙে ফেলবে হুমকিদেয় আমাকে দোকান ছেড়ে দেওয়ার জন্য বলে, কারণ জানতে চাইলে বলে আমি জামত শিবির করি আমার দোকান করার অধিকার নাই।
ফার্মেসি দোকানের হাবিব বলেন বর্তমানে এই দোকানগুলার মালিক যিনি তার বউ আমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করে সে নাকি তার জামাই থেকে দোকানগুলো উল নিয়েছে মালিক সনিয়া সুলতান এসে আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে।
নয়দুয়ারিয়া বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রহিম উদ্দিন বলেন মালিকপক্ষের সাথে একাধিকবার কথা বলতে চেয়েছি মালিক সনিয়া সুলতানা কথা শুনতে রাজি নয় আমি বলছি যদি আমার বাজারে কোন দোকানদারের বিরুদ্ধে অভিযোগ থাকে আমাকে জানাবে কি কারণে আমার দোকানদারকে ঘর ছেড়ে দিতে বলবেন।
মালিক সনিয়া সুলতানকে স্বদেশ প্রতিদিনের মীরসরাই প্রতিনিধি কলদিয়ে ধর্মঘটের বিষয়ে জানতে চাইলে সে বলে কোথায় রিপোর্ট করবেন কি জন্য রিপোর্ট করবেন এই অল্প বিষয়টাকে আপনারা সাংবাদিকেরা বেশি করে ফেলতেছেন তারা ধর্মঘট করুক না কি হবে ধর্মঘট করলে আমার কিছু হবে না এসব বনলেন তিনি।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *