মিরপুরে 9MM পিস্তল উদ্ধারপূর্বক আটক -১

প্রকাশিত: 5:00 am, February 23, 2025 | আপডেট: 5:00 am,

মিরপুরে 9MM পিস্তল উদ্ধারপূর্বক আটক -১

ফয়জুল্লাহ স্বাধীন, রিপোর্টারঃ মিরপুরে পুলিশের অভিযানে ১ টি 9mm পিস্তল, ম্যাগাজিন,৯ রাউন্ড গুলি উদ্ধারপূর্বক একজনকে আটক করা হয়।

 

রবিবার মিরপুর মডেল থানার এসআই রাজিব সহ সঙ্গীয় ফোর্স বিশ্বস্ত সংবাদের ভিত্তিতে মিরপুরের সনিহল এলাকা থেকে মো:ফারুক(২৭),পিতা:বাবুলকে গ্রেপ্তার করা হয়।এরপর পুলিশের জিজ্ঞাসাবাদে রক্ষিত ঠিকানায় পিস্তল, ম্যাগাজিন ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

 

মিরপুর মডেল থানা পুলিশ সূত্রে জানা যায় – আটকৃত আসামী মামলা নং:২৯,তারিখ :১৩/০২/২৫ এর এজহার নামীয় ৩নং পলাতক আসামি।

 

মিরপুর মডেল থানার পুলিশ পরিদর্শক সাজ্জাদ রোমন জানায় – পুলিশের গ্রেফতারী পরোয়ান, তামিল, অবৈধ মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার ও নিয়মিত মামলার আসামী গ্রেফতার অভিযানে পিস্তল সহ আমরা ১জন কে আটক করেছি এবং আটককৃত আসামি থেকে এর সাথে সংশ্লিষ্টদের ও তথ্য পেয়েছি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।

 

উল্লেখ্য, আটকৃত আসামি ও উল্লেখিত আলামত এবং পলাতক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ কার্যক্রম অব্যাহত রয়েছে।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *