মিরসরাইয়ে বিএনপির একাংশের আইন শৃঙ্খলার অবনতির অভিযোগ


মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: মিরসরাইয়ে আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে বলে উপজেলা বিএনপির একাংশ অভিযোগ করে। পরিকল্পিত ভাবে একটি স্বার্থান্বেষী মহল পতিত স্বৈরাচার আওয়ামীলীগের দোষর আইন শৃঙ্খলার অবনতি ঘটিয়ে জাতীয়াতাবাদী শক্তির উপর দোষ চাপিয়ে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে।
শনিবার ( ৮ ফেব্রুয়ারি) উপজেলা সদরে একটি রেস্তোঁরায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এমন অভিযোগ করেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যান। এসময় উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক রফিকুজ্জামান, মোঃ আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, বারইয়ারহাট পৌর বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজী, উপজেলা যুবদলের আহবায়ক কামাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে নুরুল আমিন চেয়ারম্যান লিখিত বক্তব্যে বলেন, আওয়ামীলীগের সন্ত্রাসীরা বিভিন্ন স্থানে চুরি, ছিনতাই, অবৈধ ভাবে মাটি কাটা, সরকারি জায়গা দখলসহ নানা ষড়যন্ত্রের মাধ্যমে উপজেলার আইন শৃঙ্খলার অবনতি ঘটাচ্ছে। পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসন কার্যকর কোন ব্যবস্থাই নিচ্ছে না। ভুক্তভোগীরা প্রয়োজনের সময় পুলিশকে বারবার ফোন দিয়েও কোন প্রতিকার পায় না। তাই আমরা সংবাদ সম্মেলনের মধ্যেমে উপজেলার আইন শৃঙ্খলার উন্নতি ঘটাতে সকলের সহযোগীতা কামনা করছি এবং ১০ দফা প্রস্তাব বাস্তবায়নের দাবি জানাচ্ছি। প্রস্তাবনা গুলোতে পতিত আওয়ামীলীগ সরকারের চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, অস্ত্রবাজদের গ্রেফতারের আওতায় আনা, উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনে বিগত সরকারের রেখে যাওয়া দলীয় কর্মকর্তাদের সরিয়ে নিরপেক্ষ প্রশাসন গড়ে তোলা, রাষ্ট্রের মালিকানাধীন জায়গা দখল করে দিঘী খনন, বাড়ি নির্মান, ব্যবসা প্রতিষ্ঠানসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা, পাহাড় ও সমতল থেকে সরকারি গাছ কাটা বন্ধ করা, পৌরবাজার গুলোতে টোল আদায়ের নামে চাঁদাবাজি বন্ধ করা, কৃষি জমি ও পাহাড়ি মাটি কাটা বন্ধে ব্যবস্থা নেয়া, মাদক সেবী ও বিক্রেতাদের গ্রেফতার এবং সকল অবৈধ ইটভাটা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি করা হয়। লিখিত বক্তব্যের পর উপজেলা আইনশৃঙ্খলা অবনতি নিয়ে উপস্থিত সংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন তিনি।
উপজেলার আইনশৃঙ্খলা অবনতির অভিযোগ সম্পর্কে মিরসরাই থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান ও জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার বলেন, উপজেলার আইনশৃঙখলা আগের তুলনার অনেক ভালো আছে। সকল ধরণের অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধ অভিযোগ অব্যাহত রয়েছে। বিএনপি নেতাদের অভিযোগ সত্য নয় দাবি করে বলেন, মাটির কাটা সরঞ্জাম, গাড়ি কিংবা অপরাধীদের ধরে আনলে অভিযোগকারীই ছাড়িয়ে নিতে তদবির করে।