মিরসরাইয়ে সাড়ে ১১ লাখ টাকার ইয়াবাসহ আটক ২


এম জাবেদ হোসাইন, মিরসরাই প্রতিনিধি: চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার বারইয়ার হাট বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গোপন সংবাদের ভিত্তিতে গাড়ি তল্লাশি করে ৩ হাজার ৯শত পিস ইয়াবা যাহার বর্তমান বাজার মূল্য ১১লাখ ৭০ হাজার টাকা ও একটি হাইস গাড়ি সহ দুই মাদক কারবারী কে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
সোমবার (৩০ ডিসেম্বর ) রাত পৌনে বারোটায় তাদের আটক করা হয়। আটককৃতরা হলো চট্টগ্রাম জেলার কক্সবাজার উপজেলার পেশকার পাড়া বড়বাজার এলাকার শাহজানের ছেলে মোঃ আরিফুল ইসলাম (২৮), ইসলামপুর ইউনিয়নের নাপিতাখালী গ্রামের দিল মোহাম্মদ এর ছেলে মোঃ জাবের প্রকাশ রানা ২৬ (ড্রাইবার)।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার স্বদেশ প্রতিদিন কে জানান, হাইস গাড়ি করে এক ব্যক্তি মাদক নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তল্লাশি বসিয়ে তাদের আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে ৩ হাজার ৯শত পিস ইয়াবা ও তাদের ব্যবহারিত একটি হাইস গাড়ি (নং-চট্ট মেট্রো-চ-১১-৪১১৬) সহ দুই মাদক কারবারী কে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এজাহার দাখিল করিয়া মামলা রুজু পূর্বক আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।