মীরসরাইয়ে জাতীয়তাবাদী শ্রমিক দলের পরিচিতি সভা

প্রকাশিত: 1:31 am, January 6, 2025 | আপডেট: 1:31 am,

মীরসরাইয়ে জাতীয়তাবাদী শ্রমিক দলের পরিচিতি সভা

মীরসরাই প্রতিনিধি: মীরসরাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (৫ জানুয়ারি) বিকাল ৪টায় বড়তাকিয়াস্থ ইভা কমিউনিটি সেন্টারের এই পরিচিতি ও আলোচনা সভায় জাতীয়তাবাদী শ্রমিক দলের মীরসরাই উপজেলা শাখার সভাপতি আবুল বসর এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এ কে এম শামসুল হুদা ও মাষ্টার আইনুল করিব যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক শাহিদুল ইসলাম চৌধুরী।

 

এই সময় আরো উপস্থিত ছিলেন মায়ানী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুর হোসেন, খৈয়াছড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছানা উল্ল্যাহ মেম্বার, সাবেক সভাপতি মাসুদুল করিম, মায়ানী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নিয়াজুল করিম, উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি বাইজিদুল আলম চৌধুরী, সহ সভাপতি রমজান আলী বাপ্পী, তসলিম উদ্দিনসহ উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২ পৌরসভার শ্রমিক দলের নেতৃবৃন্দ প্রমুখ।

চট্টগ্রামে

স্টেজ

সভায় বক্তারা বলেন, শ্রমিক দলের নেতাকর্মীরা সব সময় ঐক্যবদ্ধ ভাবে দলের জন্য কাজ করে। বিগত স্বৈরাচারী সরকার শেখ হাসিনা বিভিন্ন ভাবে জেল-জুলুম অত্যচার করেছে। তারপরেও শ্রমিক দলকে দমিয়ে রাখতে পারে নাই। আন্দোলন সংগ্রাম করে স্বৈরাচার সরকারকে পতন করতে সক্ষম হয়েছে। তাই সবাই এক হয়ে দলকে ভালোবেসে শ্রমিকদের স্বার্থ আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *