রাস্তায় ফেলে ভারতীয় শাড়ি পোড়ালেন রিজভী

প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২৪ | আপডেট: ৮:৪৭ অপরাহ্ণ,

রাস্তায় ফেলে ভারতীয় শাড়ি পোড়ালেন রিজভী

নিজস্ব প্রতিবেদক: ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশের পতাকা অবমাননার প্রতিবাদে ভারতীয় শাড়ি রাস্তায় ফেলে আগুনে পুড়িয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

 

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘দেশীয় পণ্য, কিনে হও ধন্য’ শিরোনামে একটি সভায় এ ক্ষোভ করতে দেখা গেছে রিজভীকে। তার সঙ্গে ছিলেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রচুর নেতা কর্মী। এ সময় সবাইকে দেশীয় পণ্য কেনার পরামর্শ দেন তিনি।

 

রিজভী বলেন, ‘ভারতীয় ভিসা বন্ধ করে বাংলাদেশ সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আমরা একবেলা খেয়ে থাকব, তবুও মাথা নত করব না।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘যে শেখ হাসিনা গুম, খুন করেছে, ছাত্রদের রক্তে রাজপথ ভাসিয়েছে তাকে ভারত পছন্দ করে। কিন্তু বাংলাদেশকে পছন্দ করে না।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *