শুরু হচ্ছে বাঙ্গালীর প্রানের একুশের বই মেলা

প্রকাশিত: 12:30 am, February 1, 2025 | আপডেট: 12:30 am,

শুরু হচ্ছে বাঙ্গালীর প্রানের একুশের বই মেলা

নিজস্ব প্রতিবেদকঃ

শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। বইমেলায় এবার থাকছে জুলাই চত্বর। এবারের বইমেলা হবে পলিথিনমুক্ত। হাতুড়ি-পেরেক, আর রং-তুলি নিয়ে স্টল সাজানোর কাজে ব্যস্ত শ্রমিকরা। বাড়ানো হয়েছে স্টলসংখ্যা। শনিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মাসব্যাপী এ বইমেলার উদ্বোধন করবেন। মানসম্পন্ন বইয়ের দিকে দেয়া হচ্ছে গুরুত্ব। বিগত কয়েক বছরের তুলনায় বাণিজ্যিক হবে এবারের মেলা–এমনটাই প্রত্যাশা প্রকাশকদের। এদিকে নাশকতার শঙ্কা না থাকলেও মেলার নিরাপত্তা ঘিরে সতর্ক পুলিশ।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *