শুরু হচ্ছে বাঙ্গালীর প্রানের একুশের বই মেলা


নিজস্ব প্রতিবেদকঃ
শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। বইমেলায় এবার থাকছে জুলাই চত্বর। এবারের বইমেলা হবে পলিথিনমুক্ত। হাতুড়ি-পেরেক, আর রং-তুলি নিয়ে স্টল সাজানোর কাজে ব্যস্ত শ্রমিকরা। বাড়ানো হয়েছে স্টলসংখ্যা। শনিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মাসব্যাপী এ বইমেলার উদ্বোধন করবেন। মানসম্পন্ন বইয়ের দিকে দেয়া হচ্ছে গুরুত্ব। বিগত কয়েক বছরের তুলনায় বাণিজ্যিক হবে এবারের মেলা–এমনটাই প্রত্যাশা প্রকাশকদের। এদিকে নাশকতার শঙ্কা না থাকলেও মেলার নিরাপত্তা ঘিরে সতর্ক পুলিশ।