শ্রীমঙ্গলে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার


সারাফাত হোসেন ফাহাদঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিশেষ অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৪ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশের সূত্রে জানা যায়,মঙ্গলবার (২৪ ডিসেম্বর) শ্রীমঙ্গল থানার এসআই আব্দুর রহিম জিবান, এসআই মোঃ দেলোয়ার হোসেন, এএসআই মোঃ নজরুল ইসলাম একদল পুলিশ সহ শ্রীমঙ্গল থানা এলাকায় অভিযান চালিয়ে দায়রা মামলা নং-৪৩৮/২২, সিআর ১৭০/২২ (শ্রীঃ) এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ কুতুব আলী, পিতা-হাসমত মিয়া, সাং-রামনগর, ডাক ও উপজেলা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার, ননজিআর ২০২/২৪ (শ্রীঃ) এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ আলী আকবর (৫০), পিতা-মৃত হাসমত মিয়া, আব্দুল কুদ্দুছ (২৫), পিতা-মৃত রশিদ মিয়া, উভয় সাং-কোর্ট রোড দক্ষিণ, শ্রীমঙ্গল পৌরসভা,থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার এবং জি আর নং-২৪৯/২৪ (শ্রীমঙ্গল) এর এজাহারনামীয় পলাতক আসামী ফারুক আহমেদ চৌধুরী বাপ্পি (৪৫), পিতা-মুজিবুর রহমান চৌধুরী, সাং-বিষামনি, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার; বর্তমানে সাং-মুসলিমবাগ আ/এ, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজারদের গ্রেফতার করেন।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান,গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
শ্রীমঙ্গলে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৪ আসামি গ্রেফতার,