সন্ত্রাসের নগরী নয়, শান্তিময় নারায়ণগঞ্জ চাই’

প্রকাশিত: 5:06 am, January 12, 2025 | আপডেট: 5:06 am,

সন্ত্রাসের নগরী নয়, শান্তিময় নারায়ণগঞ্জ চাই’

হাতিম বাদশাহ: ‘সন্ত্রাসের নগরী’ হিসেবে পরিচয় পাওয়া নারায়ণগঞ্জ নগরীকে নিরাপদ ও শান্তিময় হিসেবে গড়ার লক্ষ্যে ঐকমত্য পোষণ করেছেন বিভিন্ন রাজনৈতিক, নাগরিক ও পেশাজীবী সংগঠনের নেতারা। বাণিজ্যিক নগরী হিসেবে গোড়াপত্তন হওয়া নারায়ণগঞ্জের পুরোনো ঐতিহ্য ফেরাতে তারা রাজনৈতিক, ব্যবসায়িক ও প্রশাসনিক ক্ষেত্রে আমূল পরিবর্তন আনার তাগিদ দিয়েছেন। এজন্য সকল ইতিবাচক শক্তিকে একত্রে কাজ করার আহ্বান জানানো হয়।

 

শনিবার (১১ জানুয়ারি) নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে ‘আমার নারায়ণগঞ্জ’ নামে একটি নতুন নাগরিক সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে ‘আমরা কেমন নারায়ণগঞ্জ চাই’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এমন প্রত্যাশার কথা জানান।

 

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজের সভাপতি মো. মাসুদুজ্জামানের সভাপতিতে দিনব্যাপী গোলটেবিল বৈঠকে বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক, নাগরিক, ব্যবসায়িক ও সামাজিক সংগঠনের নেতারা নারায়ণগঞ্জ শহর নিয়ে তাদের ভাবনা ও বিদ্যমান সমস্যা সমাধানের কথা তুলে ধরেন।

 

শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন সভাপতি মাসুদুজ্জামান। এরপর নারায়ণগঞ্জের গোড়াপত্তনের ইতিহাস তুলে ধরেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি।

 

সভায় জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, ‘ইতিবাচক নারায়ণগঞ্জ গড়ার লক্ষ্যে আমাদের স্বপ্ন অনেক। আমাদের চাহিদার তালিকাও অনেক বড়। স্বপ্ন অনেক দেখা যায় কিন্তু তা বাস্তবায়নে জ্ঞানী-গুণীদের সুচিন্তিত মতামত গ্রহণ ও বাস্তবায়ন জরুরি। দেশের অর্থনৈতিক উন্নয়ন নারায়ণগঞ্জ অনেক ভূমিকা রাখলেও কারও কারও আচরণের কারণে এ শহরের দুর্নাম হয়েছে। আগামীতে যাতে আমাদের শহর নিয়ে সগৌরবে কথা বলতে পারি সেজন্য রাজনৈতিক, অর্থনৈতিক প্রতিষ্ঠান গুলোতে মানবিক গুণাবলি সম্পন্ন নেতৃত্ব আমরা দেখতে চাই।’

 

সকল আর্থিক খাতে গড়ে ওঠা সিন্ডিকেট ভাঙাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের তাগিদ দেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম।

 

এদিকে, সামষ্টিক চিন্তার আগে ব্যক্তিচিন্তায় পরিবর্তন আনার কথা তুলে ধরেন মহানগর জামায়াতে ইসলামের সাবেক আমীর মাওলানা মাঈনুদ্দিন আহমাদ। তিনি বলেন, ‘বদনামের চেয়ে আমাদের সুনামের ইতিহাস অনেক। কিন্তু আমরা অনেকে তা বলি না, জানিও না। ৫ আগস্টে রাজনৈতিক পরিবর্তন এসেছে কিন্তু এখনও মানুষের দুর্ভোগ কমেনি। নিজে ভালো না হলে নারায়ণগঞ্জের ভালো চাইলে তো হবে না।’

 

এই আয়োজনে আমন্ত্রণ জানানোর পরও জেলা প্রশাসন, জেলা পুলিশ ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কেউ উপস্থিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন নিট ব্যবসায়ীদের সংগঠন বিকেএমএই’র সাবেক সভাপতি ফজলুল হক। তিনি বলেন, এই প্রশাসন থেকে প্রত্যাশার কিছু নেই।

 

প্রেস ক্লাবের আরেক সাবেক সভাপতি ফজলুল হক রুমন রেজাও বলেন, যদি সাতদিনে যানজটমুক্ত করা সম্ভব হয় তাহলে অনেককিছু বদলে যাবে। কেননা এর সাথে শুধু রাজনৈতিক নয় প্রশাসনিক লোভও আছে।

 

মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খানও প্রশাসনিক কর্মকর্তাদের সমালোচনা করে বলেন, ‘প্রশাসনের লোকজন এখানে কেবল মধু খেতে আসেন। প্রশাসনকে শক্তিশালী করার কোনো উদ্যোগ তাদের থাকে না। প্রশাসনকে নিরপেক্ষ ও দক্ষ করে তোলার জন্য নাগরিক পর্যায় থেকে চাপ বজায় রাখতে হবে।’

 

বৈঠকে এ সময় আরও বক্তব্য রাখেননারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক, নাগরিক সংগঠন ‘আমরা নারায়ণগঞ্জবাসী’র সভাপতি মো. নূরউদ্দিন,ইসলামী আন্দোলনের মহানগর শাখার সভাপতি মুফতি মাসুম বিল্লাহ জামায়াতে ইসলামীর মহানগরের আমীর আব্দুল জব্বার, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আরিফ আলম দিপু, প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজল, সাবেক সভাপতি ভবানী শংকর রায় প্রমুখ।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *