সম্পত্তি ও গাছ বিক্রির টাকা আত্মসাতে বাঁধা দেয়ায় বৃদ্ধ মাকে দিয়ে ভাইয়ের বিরুদ্ধে প্রতারণা মামলা দিয়ে হয়রাণির অভিযোগ

প্রকাশিত: 11:46 pm, June 24, 2024 | আপডেট: 11:46 pm,

সম্পত্তি ও গাছ বিক্রির টাকা আত্মসাতে বাঁধা দেয়ায় বৃদ্ধ মাকে দিয়ে ভাইয়ের বিরুদ্ধে প্রতারণা মামলা দিয়ে হয়রাণির অভিযোগ

মাদারীপুর থেকে এস. এম. রাসেল::::

মাদারীপুর জেলার ডাসার উপজেলার ডাসার গ্রামের যৌথ সম্পত্তি, বসতঘর ও গাছ বিক্রির ৪ লক্ষাধিক টাকা আত্মসাতের চেষ্টায় বাঁধা দেয়ায় বৃদ্ধ মা’কে দিয়ে আপন ভাইয়ের বিরুদ্ধে প্রতারণা মামলা দিয়ে হয়রাণি করার অভিযোগ উঠেছে সৈয়দ নুরে আলম মুক্তি’র বিরুদ্ধে।
মামলা ও ভুক্তভোগি সূত্রে জানা যায়, সৈয়দ জাহাঙ্গীর আলম গত ২০ এপ্রিল ২০২১ইং তারিখে ১ স্ত্রী সৈয়দা শান্তি নাহার, ৩ পুত্র সৈয়দ জানে আলম স্বপন, সৈয়দ নুরে আলম মুক্তি ও সৈয়দ কামরুল আলম এবং ১ কন্যা সৈয়দা শিউলী খানম কে ওয়ারিশ রেখে মারা য়ায়। স্বামীর মৃত্যুর পর সৈয়দা শান্তি নাহার ডাসারের গ্রামের বাড়ীতে মেঝো ছেলে সৈয়দ নুরে আলম মুক্তির সাথে বসবাস করেন। কিছু দিন যেতে না যেতেই সৈয়দ নুরে আলম মুক্তি তার মায়ের নামে জমিজমা ও টাকা তার নিজের নামে লিখে দিতে চাপ প্রয়োগ করেন। সৈয়দা শান্তি নাহার তার মেঝো ছেলের কথা মত জমিজমা ও টাকা লিখে দিতে অস্বীকার করলে তার ওপর চলে অমানুষিক ও শারীরিক নির্যাতন। ছেলে সৈয়দ নুরে আলম মুক্তির অত্যাচারে বাধ্য হয়ে মাদারীপুর শহরে বড় ছেলে সৈয়দ জানে আলম স্বপনের বাসায় চলে যায়। সেখানে সৈয়দা শান্তি নাহার হাসি-খুশীতে দিন কাটাচ্ছিলেন। বড় ভাইয়ের বাসায় গিয়ে মা সৈয়দা শান্তি নাহার কে মেঝো ছেলে সৈয়দ নুরে আলম মুক্তি অকথ্য ভাষায় গালাগালি ও মানুষিক চাপ প্রয়োগ করেন। এমনতি মাকে মেরে ফেলার হুমকিও দেন। পরে মা সৈয়দা শান্তি নাহার বাধ্য এই অবাধ্য ছেলে সৈয়দ নুরে আলম মুক্তির বিরুদ্ধে মামলা করেন (মামলা নং সিআর-১১০৮-২০২২ইং মাদারীপুর)। পরে উভয় পক্ষে সমঝোতায় মামলাটি নিস্পত্তি হয়। সম্প্রতি সৈয়দ নুরে আলম মুক্তি বসতবাড়ীর বহু পুরানো গাছগুলো কোন কাউকে না জানিয়ে গোপনে প্রায় চার লক্ষাধিক টাকায় বিক্রি করেন। এই খবর পেয়ে তার আপন দুই ভাই সৈয়দ জানে আলম স্বপন ও সৈয়দ কামরুল আলম বাড়ীতে গিয়ে গাছ বিক্রিতে বাঁধা দেয়। অপরদিকে, বাবা মৃত সৈয়দ জাহাঙ্গীর আলমের ডাসার গ্রামের বসতবাড়ী ও স্থাবর -অস্থাবর সমস্ত সম্পত্তির মালিক তার স্ত্রী, ৩ ছেলে ও মেয়ে। কিন্তু সৈয়দ নুরে আলম মুক্তি একাই অন্য শরিকদের ঠকিয়ে বসতবাড়ী ও জমিজমা দখল করে নিজে ভোগ করেন। যৌথ সম্পত্তি, বসতঘর ও গাছ বিক্রির ৪ লক্ষাধিক টাকা আত্মসাতের চেষ্টায় বাঁধা দেয়ায় বৃদ্ধ মা সৈয়দা শান্তি নাহার কে দিয়ে আপন বড় ভাই সৈয়দ জানে আলম স্বপন(৫৫), তার স্ত্রী কাজী শিউলী আক্তার রুমা (৫০) এবং ভাতিজা সৈয়দ রাহুল আলম শুভ(২০)এর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও প্রতারণা মামলা করেন (মামলা নং সিআর ৬২১/২০২৪ইং মাদারীপুর)।
ভুক্তভোগি সৈয়দ জানে আলম স্বপন জানান, আমার আপন ভাই সৈয়দ নুরে আলম মুক্তি সম্পত্তি ও টাকার নেশায় পাগল হয়েগেছে। আমাদের অংশ না দিয়েই সে একাই ভোগ করতে চায়। এখন মাকে দিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রাণি করছে।
এ ব্যাপারে সৈয়দ নুরে আলম মুক্তি জানান, ও একটা বাজে লোক মাকে মাইরপিট করেছে। ওর বিরুদ্ধে কোর্টে মামলা হয়েছে আইনানুগ ব্যবস্থা নিবে।
ডাসার থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম. শফিকুল ইসলাম জানান, এই ঘটনায় উভয় পক্ষই অভিযোগ দিয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *