সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের নবাগত জেলা প্রশাসক 

প্রকাশিত: 1:27 am, January 17, 2025 | আপডেট: 1:27 am,

সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের নবাগত জেলা প্রশাসক 

হাতিম বাদশাহ: নারায়ণগঞ্জের যানজট, হকার সমস্যা এবং শীতলক্ষ্যা নদীর দূষণসহ বিভিন্ন সমস্যা সমাধানে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন নারায়ণগঞ্জ জেলার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

 

বুধবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান।

 

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নিজেই এবং সঞ্চালনা করেন এডিসি (সার্বিক) সাকিব আল রাব্বি।

 

সভায় জেলা প্রশাসক বলেন, ‌‘যানজট, হকার সমস্যা এবং শীতলক্ষ্যা নদীর দূষণ নিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। এসব সমস্যার সমাধানে সবার সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে প্রধান সড়কগুলোতে হকার সমস্যা সমাধানে আমরা বিকল্প কর্মব্যবস্থা নিয়ে কাজ করব। পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য অব্যাহত প্রচেষ্টা চালানো হবে।’

 

সভায় জেলার নানা সমস্যার কথা তুলে ধরেন-নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আরিফ আলম দীপু, সহ সভাপতি বিল্লাল হোসেন রবিন, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম।

 

এসময় স্থানীয় ও জাতীয় সংবাদ মাধ্যমের সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

 

যোগদানের প্রথম দিনেই কর্মব্যস্ততার মধ্য দিয়ে কাটান তিনি। বুধবার তিনি জেলা ও দায়রা জজ এবং পুলিশ সুপারের সঙ্গেও সৌজন্য সাক্ষাত করেন।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *