সাংবাদিক নিজাম উদ্দিনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী কাল

প্রকাশিত: 3:16 am, January 11, 2025 | আপডেট: 3:16 am,

সাংবাদিক নিজাম উদ্দিনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী কাল

মিরসরাই প্রতিনিধি::

মিরসরাইয়ের প্রবীণ সাংবাদিক মুহাম্মদ নিজাম উদ্দিনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী কাল। ২০২৩ সালের ১১ জানুয়ারি এই দিনে ৬১ বছর বয়সে চিরবিদায় নেন তিনি। প্রয়াণ দিবসে এ প্রথিতযশা সাংবাদিককে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে তার পরিবার শুভানুধ্যায়ীরা।

মফস্বলের প্রবীণ এ সাংবাদিক ১৯৬১ সালে জন্ম গ্রহণ করেন মিরসরাই পৌরসভার নাজিরপাড়া গ্রামের মোজাফ্ফর আহম্মদ সওদাগর বাড়িতে। সাংবাদিক হিসেবে সুদীর্ঘ ও বর্ণাঢ্য কর্মজীবন রয়েছে তার।

মরহুম সাংবাদিক মুহাম্মদ নিজাম উদ্দিন ১৯৮৭ সালে চট্টগ্রামের দৈনিক নয়াবাংলা (বর্তমানে আধুনালুপ্ত) পত্রিকায় মিরসরাই সংবাদদাতা হিসেবে সাংবাদিকতা শুরু করেন। এরপর একে এ একে দৈনিক জনতা, বাংলার বাণী, দৈনিক পূর্বকোণ ও দৈনিক জনকন্ঠের মত প্রভাবশালী সব কাগজে সাংবাদিকতা করেন। তবে সবচেয়ে বেশি সময় কাজ করেন চট্টগ্রামের দৈনিক পূর্বকোণে। ওই সময় তিনি পূর্বকোণের প্রতিষ্ঠাতা ইউসুপ চৌধুরী ও বার্তা সম্পাদক নাছির উদ্দিন চৌধুরীর খুব আস্থাভাজন হয়ে ওঠেন ২০০২ সালের দিকে তিনি পূর্বকোণ পত্রিকা থেকে অবসর নেন। সাংবাদিকতা জীবনে তিনি অসংখ্য ইতিবাচক ও অনুসন্ধানী প্রতিবেদন লিখে প্রসংশিত হয়েছেন, কুড়িয়েছেন খ্যাতি।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিরসরাই প্রেসক্লাবে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের আত্মার মাগফেরাত কামনার জন্য আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের অনুরোধ করা হয়েছে।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *