সাংবাদিক হৃদয় ইসলাম চুন্নুর বাসায় ঢুকে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা 

প্রকাশিত: 4:22 pm, January 30, 2025 | আপডেট: 4:22 pm,

সাংবাদিক হৃদয় ইসলাম চুন্নুর বাসায় ঢুকে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা 

নিজস্ব প্রতিবেদকঃ

আজ বৃহস্পতিবার ৩০শে জানুয়ারি রাত ৩ টার দিকে কদমতলী এলাকায় সাংবাদিক হৃদয় ইসলাম চুন্নুর বাসায় ঢুকে অজ্ঞাত ২০ থেকে ২৫ জন যুবক তাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া যায়।রাতে তার স্ত্রী ও সন্তান বাসায় ছিলেন।সে সময় সাংবাদিক হৃদয় ইসলাম বাসায় ছিলেন না।তাকে হত্যা করার উদ্দেশ্য তার বাসায় কয়েক জন যুবক দেশীয় অস্ত্র ও লাঠি ছোটা নিয়ে ঢুকে এবং তার বাসায় থাকা প্রায় দের লাখ নগদ টাকা ও দুই ভরি স্বর্ন নিয়ে দুর্বৃত্তরা চলে যায়। এবং সাংবাদিক হৃদয় ইসলামের স্ত্রীকে হুমকি দেয়।দুর্বৃত্তরা বলেন আগামী কাল সকালে আবার আসবো। আশে পাশে সিসি টিভির ফুটেজ চেক করলে পাওয়া যেতে পারে। সাংবাদিক হৃদয় ইসলামের জীবন ঝুঁকিপূর্ণতে রয়েছে। অপরাধীদেরকে আইনের আওতায় এনে তাদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাই।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *