সিলেটের ভারপ্রাপ্ত মেয়র মো. আজম খানসহ ৫ জনকে গ্রেফতার

প্রকাশিত: 5:09 pm, February 17, 2025 | আপডেট: 5:09 pm,

সিলেটের ভারপ্রাপ্ত মেয়র মো. আজম খানসহ ৫ জনকে গ্রেফতার

সারাফাত হোসেন ফাহাদ সটাফ রিপোটার: সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক ভারপ্রাপ্ত মেয়র মো. আজম খানসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

 

রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অপারেশন ডেভিল হান্টে তাদের গ্রেফতার করা হয়েছে।

 

জানা যায়, মহানগর আওয়ামী লীগের সদস্য আজম খান সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। বিগত ১/১১ এর সময় সিসিকের ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্বে ছিলেন। তৎকালীন আওয়ামী লীগের মেয়র বদরউদ্দিন আহমদ কারাবন্দি হলে আজম খানকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেওয়া হয়।আজম খান ছাড়া অন্য গ্রেফতারকৃতরা হলেন নগরীর বারুতখানার বাসিন্দা ছাত্রলীগ কর্মী সাইরুল কবীর সঞ্জয়, একই এলাকার বাসিন্দা ও বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের ক্রীড়া সম্পাদক সানি কবীর, দক্ষিণ সুরমার তেতলি এলাকার বাসিন্দা ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত মকন মিয়া ও জেলা তাঁতী লীগের পাঠাগারবিষয়ক সম্পাদক ও দক্ষিণ সুরমার বানেশ্বরপুরের বাসিন্দা মো. ময়নুল ইসলাম।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *