সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ

প্রকাশিত: 6:15 pm, February 7, 2025 | আপডেট: 6:15 pm,

সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ

আমরা দারুল ইশক হুসাইনিয়া খানকা শরীফ থেকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন অলি আউলিয়াগনদের দরবারে জিয়ারতের উদ্দেশ্যে যেয়ে থাকি অলি আউলিয়াগনের সহবতে থাকার জন্য। কেননা তারা হচ্ছে সঠিক পথের দিশারী। তাদের সঙ্গ যদি আমরা পেয়ে থাকি তবে আমাদের মঞ্জিলে মকসুদে পৌঁছাতে খুব সহজ হয়ে যাবে। আমরা বিভিন্ন অলি আউলিয়াগনের দরবারে দেয়াল লিখন এর মাধ্যমে যে লেখাগুলো দেখেছি আপনারা যারা গিয়েছেন সকলেই খেয়াল করেছেন সেখানে কিন্তু শরীয়ত বিরোধী কোন কার্যকলাপকে সমর্থন করেননি। কোনো হক অলি আউলিয়ার দরবারে কখনোই শরীয়ত বিরোধী কার্যকলাপ হয় না। তবে আমাদের দেশে অনেক ভন্ড দরবার রয়েছে যেখানে শরীয়ত বিরোধী কার্যকলাপ হয়ে থাকে, এমনও ভন্ড দরবার রয়েছে যেখানে নাকি জান্নাতের টিকিট পাওয়া যায় (নাউযুবিল্লাহ) মনে রাখবেন জান্নাতের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ তিনি ছাড়া আর কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না কে জান্নাতি আর কে জাহান্নামী! ঐ সমস্ত ভন্ডদের দরবারকে প্রত্যাখ্যান করুন। তবে হক্কানী অলি আউলিয়াগণ আমাদের সিরাতল মুস্তাকিমের পথ দেখান যে পথে আল্লাহর ছালেহীন বান্দাগণ চলেছেন তাদের সঙ্গ দেখান আর তাই আমি প্রথমেই বলেছি “সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ”

ভাইয়েরা বাবারা, চলছে আরবি শাবান মাস, এই মাসে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিমান এবাদত করতেন যা রমজান মাসের পরে সর্বোচ্চ ইবাদতের পর্যায়। এই মাসে এমন এক রজনী রয়েছে যে রজনীতে ইবাদতের জন্য আল্লাহ পাক আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিতে পারেন। আর তাছাড়া পবিত্র রমজান মাস আমাদের অতি সন্নিকটে তাই আসুন রমজান মাসের পূর্ব প্রস্তুতি হিসেবে আমাদের আমল ইবাদত গুলো চর্চা করে ফেলি।

প্রতি সপ্তাহের ন্যায় গতকাল ০৬-০২-২০২৫ইং রোজ বৃহস্পতিবার বাদ মাগরিব দারুল ইস্ক হোসাইনিয়া খানকা শরীফে বয়ান পেশ করার সময় এসব কথা বলেন!

———-আলহাজ্ব মোহাম্মদ সোহাগ,
(প্রতিষ্ঠাতা ও পরিচালক দারুল ইস্ক হোসাইনিয়া খানকা শরীফ এবং চেয়ারম্যান মীম শরৎ গ্রুপ)



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *