হযরত খাজা শাহ্ আবুনাসরে নাজিবুদ্দিন চিশতি্ (রাঃ) ওরশ শরীফ অনুষ্ঠিত

প্রকাশিত: 1:54 am, December 26, 2024 | আপডেট: 1:54 am,

হযরত খাজা শাহ্ আবুনাসরে নাজিবুদ্দিন চিশতি্ (রাঃ) ওরশ শরীফ অনুষ্ঠিত

আনোয়ার: রাজধানীর জুরাইনে হযরত খাজা শাহ্ আবুনাসরে নাজিবুদ্দিন চিশতি্ (রাঃ) এর ওরশ শরীফ অনুষ্ঠিত

 

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) নানা আয়োজনের মধ্য দিয়ে এই ওরশ শরীফ অনুষ্ঠিত হয়। সেই সাথে এই ওরশ উপলক্ষ্যে দেশের বিভিন্ন এলাকা থেকে তার ভক্তগণ হাজির হন।

 

দরবারের খাদেম আমিনুল ইসলাম বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও আজিমুশানে আমাদের এই ওরশ মাহফিল অনুষ্ঠিত হলো। এখানে বিভিন্ন জেলা থেকে লোকজন এসে থাকেন। প্রতি বছরই হাজার হাজার লোকের সমাগম হয়ে থাকে। এবারও অনেক লোকের সমাগম হয়েছে। দিন দিন এ দরবারের ভক্তগণের সংখ্যা বেড়েই চলছে।

 

দরবারের আশেক হাজী আব্দুল আউয়াল শাহ বলেন, হযরত খাজা শাহ্ আবুনাসরে নাজিবুদ্দিন চিশতি্ (রাঃ) অবৈধ উপায়ে খানা-দানা ও টাকা-পয়সা সবকিছু হারাম করে আল্লাহকে হাজির নাজির মেনে চলতে বলেছেন।

 

তিনি আরও বলেন, অনেক কিছু উনার দ্বারা হয়েছে। অনেক মানুষের রোগ উনার দ্বারা ভালো হয়েছে। উনি আল্লাহর প্রেমিক ছিলো। আমাদের কোনো দাওয়াত ছাড়াই এত মানুষ উনার ওরশে এসে থাকে। তিনি যা বলে গেছেন তাই হচ্ছে। তিনি ইহকালে থাকা অবস্থায় এক কেজি চাউলের ভাত আমাদের অত্র অঞ্চলের সকল মানুষকে দাওয়াত দিয়ে খাইয়েছিলেন। এছাড়াও তিনি জীবিত থাকা অবস্থায় অনেক কেরামত দেখিয়েছিলেন।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *