১১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আফজাল হোসেনের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ


নিজস্ব প্রতিবেদক:একটি সংবাদ মাধ্যমে ঢাকা মহানগর উত্তরের ১১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আফজাল হোসেন এর বিরুদ্ধে “বিএনপি নেতা মুরগি আফজালের অত্যাচারে অতীষ্ঠ এলাকাবাসী” শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়। সেই সংবাদটি মিথ্যা, বানোয়াট ও মান ক্ষুন্ন করার জন্য করা হয়েছে বলে অভিযোগ করেন আফজাল হোসেন।
সংবাদে বলা হয়েছে “রাজধানীর মিরপুর মধ্যপাইকপাড়া ও কল্যাণপুর এলাকায় বিএনপি নেতা আফজালের (মুরগি আফজাল) অত্যাচার ও চাঁদাবাজিতে অতীষ্ঠ এলাকাবাসী। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশন ১১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি।
জমি দখল, চাঁদার দাবিতে নির্মাণকাজ বন্ধ করে দেয়া, মিথ্যা মামলার ভয় দেখিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আদায়, সাধারণ মানুষকে পুলিশ দিয়ে হয়রানি, ভিজিটিং কার্ড পাঠিয়ে দোকানে দোকানে চাঁদাবাজি, সন্ত্রাসী বাহিনী দিয়ে হামলাসহ অসংখ্য অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এসব ব্যাপারে থানা পুলিশ ও বিএনপি’র উর্ধতন নেতাদের জানিয়ে কোন সুরাহা হয়নি।”
এর প্রতিবাদ জানিয়ে আফজাল বলেন -আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমি সব সময় রাজপথে ছিলাম। এলাকায় অনেকে চাঁদাবাজি দখলদারিত্বের সাথে যুক্ত। আমি সেগুলোকে প্রশ্রয় দেই না বলে একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে অপপ্রচার চালাচ্ছে। আমার জনপ্রিয়তাকে নষ্ট করার জন্য বিএনপির কিছু লোক আমার পিছনে লেগেছে। আমি মানুষের জন্য রাজনীতি করি। সেখানে যে সংবাদটি প্রকাশ করা হয়েছে তার সাথে আমি যুক্ত নই,এবং ২০ লাখ টাকার যে অভিযোগ আনা হয়েছে সেটিও মিথ্যা। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।