অনির্বাচিত কারো হাতে রাষ্ট্র ক্ষমতা তুলে না দেওয়ার দাবিতে বাংলাদেশ সর্বজনীন দলের গণসমাবেশ

প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, জুন ৪, ২০২৩ | আপডেট: ৮:০১ অপরাহ্ণ,

মোঃ আনোয়ার হোসেনঃ

অনির্বাচিত ও অরাজনৈতিক কোনো ব‍্যক্তির হাতে ফ্রি ফ্রি রাষ্ট্র ক্ষমতা তুলে না দেওয়ার দাবিতে গণসমাবেশ করেছে বাংলাদেশ সর্বজনীন দল। আজ সকাল ১০ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে দলের নেতাকর্মী ও সমর্থকরা এই গণসমাবেশে অংশগ্রহন করেন। আজকের গণসমাবেশের ও বাংলাদেশ সর্বজনীন দলের সভাপতি মোঃ রাসেল কবির দেশ ও জাতির উদ্দ‍েশ‍্যে গুরুত্বপূর্ণ ভাষন প্রদান করেন। তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি কুচক্রী মহল অসাংবিধানিক পন্থায় ষড়যন্ত্র করে রাষ্ট্র ক্ষমতা দখলের পায়াতারা করছে। ষড়যন্ত্রকারীদের ব‍্যাপারে সকলকে সতর্ক থাকার আহবান জানান। তিনি আরো বলেন, অনির্বাচিত ও অরাজনৈতিক কোনো ব‍্যক্তি ফ্রি ফ্রি রাষ্ট্র ক্ষমতায় বসতে পারবে না। আর যদি অনির্বাচিত কারো কাছে রাষ্ট্র ক্ষমতা তুলে দিতেই হয় তাহলে আমার হাতে রাষ্ট্র ক্ষমতা দিন। রাসেল কবির আরো বলেন, যেহেতু ১ দিনে ৩০০ আসনে নির্বাচন পরিচালনা করার মতো লোকবল বাংলাদেশ নির্বাচন কমিশনের নেই সেহেতু ১০০ টি আসন করে ৩ দিনে বা ৫০ টি করে ৬ দিনে জাতীয় নির্বাচন দিতে হবে। গণসমাবেশে বাংলাদেশ সর্বজনীন দলের সাধারণ সম্পাদক সাহেল আহম্মেদ সোহেল বলেন, আমরা গণতান্ত্রিক দল। আমরা নির্বাচনে বিশ্বাসী। পেছনের দরজা দিয়ে, ষড়যন্ত্র করে ক্ষমতায় আসার স্বপ্ন দেখাকে বাংলাদেশ সর্বজনীন দল ভালো চক্ষে দেখে না। জাতীয় প্রেস ক্লাবের গণসমাবেশে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, শ্রম ও কল‍্যাণ সম্পাদক জিএম রোকন উদ্দিন, শিক্ষা সম্পাদক মনির হোসেন, শ্রমিক সংগঠনের সভাপতি রহমতুল্লাহ জিসান, ছাত্র সংগঠনের সভাপতি ফয়সাল বক্তব্য রাখেন।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *