অনুমোদনহীন হেনা সিটি স্ক্যান ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, মে ২৯, ২০২৩ | আপডেট: ৫:৫১ অপরাহ্ণ,

হীমেল কুমার মিত্র: বগুড়ায় অনুমোদনহীন হেনা সিটি স্ক্যান নামের একটি ডায়াগনস্টিক সেন্টারকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।

 

আজ (২৯ মে) সোমবার দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের সামনে এ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 

সংস্থার বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, শজিমেক হাসপাতালের সামনে হেনা সিটি স্ক্যান নামের ওই প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এসময় নথি ঘেঁটে দেখা যায় প্রতিষ্ঠানটি অনুমোদন ছাড়াই কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি প্রতিষ্ঠানটিতে চিকিৎসক, ল্যাব সহকারী ও টেকনিশিয়ানও ছিলেন না। এ জন্য হেনা সিটি স্ক্যানের ব্যবস্থাপক রোজব আলীকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযান শেষে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *