হাকিমপুর উপজেলায় ১০০ সরকারি গাছ কাটার ঘটনায় মামলা

প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, মে ২৯, ২০২৩ | আপডেট: ৬:০৪ অপরাহ্ণ,

হীমেল কুমার মিত্র: দিনাজপুরের হিলি হাকিমপুর উপজেলার ছাতনী এলাকায় সরকারি গাছ কাটার অভিযোগে আব্দুল করিম নামে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে থানায় মামলা করেছেন পৌর ভূমি উপসহকারী কর্মকর্তা মোজাফফর হোসেন। একইসঙ্গে জব্দ করা হয়েছে ১০০টি ইউক্যালিপটাস গাছ।

 

আজ (২৭ মে) শনিবার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানা অফিসার ইনচার্জ আবু সায়েম মিয়া।

 

মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ মে) পৌর এলাকার ছাতনী ছোট তুলশী গঙ্গা নদীর পাশে সরকারি জায়গায় ইউক্যালিপটাস গাছ কেটে বিক্রি করছে ওই এলাকার ইদ্রিস আলীর ছেলে আব্দুল করিম। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ভূমি উপসহকারী কর্মকর্তা মোজাফফর হোসেন সেখানে উপস্থিত হন। তখন গাছগুলো আব্দুল করিমের জায়গায় বলে দাবি করেন তিনি। পরে ঘটনাস্থলে হাকিমপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোকলেদা খাতুন মিম উপস্থিত হয়ে জায়গাটি মাপার নির্দেশ দিলে ভূমি কর্মকর্তা জায়গাটি মেপে দেখেন গাছগুলো সরকারি (খাস) জমিতে। পরে গাছগুলো জব্দ করা হয়।

 

এ ঘটনায় ভূমি উপসহকারী কর্মকর্তা মোজাফফর হোসেন বাদী হয়ে সরকারি গাছ চুরির অপরাধে ৩৭৯ ধারায় আব্দুল করিমসহ আরও ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *