আমেরিকার ক‌্যালি‌ফো‌র্নিয়ায় আ‌লো ছড়া‌চ্ছে মাহফুজের কৃ‌ষি খামার

প্রকাশিত: ৩:৩৯ পূর্বাহ্ণ, জুলাই ১৫, ২০২৪ | আপডেট: ৩:৩৯ পূর্বাহ্ণ,

মো. রিয়াজ হোসাইন—
শিক্ষার্থী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ::::

মানুষের সবচেয়ে বড় সম্পদ তার স্বপ্ন। মানুষ তার স্বপ্নের চেয়েও বড়। স্বপ্নের উপর ভর করে মানুষ বেঁচে আছে যুগ-যুগান্তর, পাড়ি দিচ্ছে বন্ধুর পথ। স্বপ্ন মানু‌ষের আকাঙ্ক্ষা,লক্ষ‌্য এবং ইচ্ছাশ‌ক্তির ব‌র্হিপ্রকাশ। ছোটবেলায় আমরা কত কিছুই না হতে চেয়েছে! কেউ কি কৃষি খামারের কথা চিন্তা করেছি? অথচ কৃ‌ষিই আমা‌দের র‌ক্তে র‌ক্তে প্রবা‌হিত। এমনই এক ব্যতিক্রমী স্বপ্নবাজ তরুণ মাহফুজুর রহমান। যুক্তরাষ্ট্রের মাটিতে গ‌ড়ে তোলেছেন ক্যালিফোর্নিয়া ইন্টারন্যাশনাল এগ্রিকালচারাল ফ্রেন্ডশিপ না‌মে কৃষি খামার।

আধুনিক ও বিজ্ঞান ভিত্তিক সমাজ ব্যবস্থা এবং টেকসই কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিশ্ব খাদ্য নিরাপত্তা, প‌রি‌বেশ সুরক্ষা, হালাল পণ‌্য উৎপাদন, কর্মসংস্থান সৃষ্টি এবং খামার ব্যবস্থাপনার প্রতি আগ্রহ থে‌কেই গ‌ড়ে তো‌লেন ক‌্যা‌লি‌ফো‌র্নিয়ায় মি‌নি বাংলা‌দেশ নামক কৃ‌ষি খামার। শুরুর দিক ১১ একর কৃ‌ষি জমি ক্রয়ের মাধ‌্যমে মি‌নি বাংলা‌দে‌শের যাত্রা শুরু হয়। পরবর্তী সহ‌যোগী‌দের সহায়তায় মি‌নি বাংলা‌দেশ ১শ এক‌রে প‌রিণত হয়। বর্তমা‌নে এই খামা‌রে ফলমূল, শাকসব‌জির পাশাপা‌শি প্রা‌নিজ প্রোটি‌ন এবং বি‌নোদন ব‌্যবস্থার প‌রিকল্পনা চল‌ছে।

এছাড়াও আধুনিক গবেষণা, উচ্চ শিক্ষা, প্রশিক্ষণ সহ কৃষি শিল্পের অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার মাধ্যমে কৃষি ট্যুরিজম ব‌্যবস্থার কাজ চলমান।

শেরপুর জেলায় প্রত‌্যন্ত অঞ্চ‌লের এক গ্রা‌মে মাহফুজুর রহমা‌নের বা‌ড়ি। ছোট বেলা মা বাবার কড়া শাস‌নে কে‌টে‌ছে তার দুরন্তপনা সময় । মাধ‌্যমিক এবং উচ্চ মাধ‌্যমিক পড়া‌শোনা শেষ ক‌রে‌ন শেরপুর জেলায়। পরবর্তী উচ্চ শিক্ষার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দর্শন শাস্ত্রে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজী বিভা‌গে পড়াশোনা শেষ ক‌রেন । জাপান সরকারের বৃত্তি নিয়ে ভাষা শিক্ষার উপর শিক্ষক প্রশিক্ষণে অংশগ্রহন ক‌রেন । তারপর চায়নাতে নানজিয়ের স্বনামধন্য কোম্পানীর আমন্ত্রণে গবেষণা প্রোগ্রামে অংশগ্রহন করেন। এরপর ক্যালিফোর্নিয়া প্যাসিফিক স্টেট বিশ্ববিদ্যালয়ে এমবিএ ফিন্যান্সে এবং ক্যালিফোর্নিয়া ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়, লস এঞ্জেলেস ইন্টারন্যাশনাল বিজনেসে মাস্টার্স শেষ ক‌রেন। বর্তমানে তি‌নি ক্যালিফোর্নিয়া স্টেট বিশ্ববিদ্যালয় নর্থরিডজ এ ইনফরমেশন সিস্টেম অফ অ্যাকাউন্টিং উপর পড়াশোনা করছেন। তার পাশাপা‌শি এগ্রিকালচার কমিশনার ওয়েট এন্ড মেজার, লস এঞ্জেলেসে ইন্সপেক্টর এইড হিসাবে কাজ করছেন। যুক্তরাষ্ট্রে পড়াশোনার সময় ক্যালিফোর্নিয়া ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদে ভাইস প্রেসিডেন্ট ছিলেন।

ক‌্যা‌লি‌ফোর্নিয়া মি‌নি বাংলা‌দেশ সর্ম্পকে মাহফুজুর রহমান জানান,বাংলাদেশ সহ সারা বিশ্বে কৃষির বিভিন্ন আধুনিক গবেষণা সহ বাস্তব মুখী প্রশিক্ষণের সু-ব্যবস্থা এবং উচ্চ শিক্ষা গ্রহণের মেধাবীদের কর্মের সু-ব্যবস্থা করা আমাদের কৃষি খামারের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। এছাড়াও আন্তর্জাতিক বাজারে উন্নত মানের কৃষি পণ্য বাজার ব্যবস্থাপনা এবং বাংলার ঐতিহ্য যুক্তরাষ্ট্রের মাটিতে ফুটিয়ে তোলে।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *