উপদেষ্টা হওয়ার পর কি বললেন ফারুকী
বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সারোয়ার ফারুকী। সম্প্রতি তিনি দেশের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন। সাংবাদিকদের ফারুকী বলেছেন, ‘প্রাথমিকভাবে আমি এই দায়িত্ব গ্রহণে কিছুটা সন্দিহান ছিলাম। তবে যেহেতু বাংলাদেশে একটি পুনর্গঠন প্রক্রিয়া শুরু হয়েছে,তখন আমার মন বলছিল, তাহলে চেষ্টা করি, যদি কিছু পরিবর্তন আনা যায়। এ নিয়ে তিনি বলেন, ‘আমার প্রিয় চলচ্চিত্রকার লি চাং-ডংও মন্ত্রী ছিলেন। আমি ভাবলাম, যদি তিনি মন্ত্রিত্বে থাকার পরও স্বাধীন চিন্তা চালিয়ে যেতে পারেন তাহলে আমি হয়তো পারব।’