এয়ারপোর্ট ট্রাফিক জোনের যানযট নিরসনে অক্লান্ত পরিশ্রম করছেন টি,আই ইউনুস 

প্রকাশিত: ৯:৪৯ পূর্বাহ্ণ, আগস্ট ১৩, ২০২৩ | আপডেট: ৯:৪৯ পূর্বাহ্ণ,

মোঃ খাইরুজ্জামান সজিব, সিনিয়র চীফ রিপোর্টার: সম্প্রতি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক উত্তরা বিভাগের ট্রাফিক এয়ারপোর্ট জোনের টি আই (শহর যানবাহন) জনাব ইউনুস মিয়া আখন্দ যোগদান করেন। তিনি মাদারীপুর রাজৈর থানার কৃতি সন্তান।ট্রাফিক এয়ারপোর্ট জোনে টি,আই হিসেবে যোগদান করার পর থেকে তিনি প্রতিনিয়ত সকাল ৭ টার মধ্যে নিজে স্বশরীরে উপস্থিত থেকে সকল সার্জেন্ট,কনেস্টেবলদেরকে নিয়ে ব্রিফিং প্রদান করেন। বি. আর.টি প্রজেক্ট,থার্ড টার্মিনাল,এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের জন্য সর্বদাই এয়ারপোর্ট রোডে গাড়ির চাপ থাকে।এতে করে এই জোনের সকল ফোর্স অফিসারদের রাস্তায় অতিরিক্ত সময় ডিউটি করতে হয়। আবার অতিরিক্ত বৃষ্টি হলেই বলাকার সামনে, উত্তরা ১ নং সেক্টরের সামনে পানি জমে রাস্তায় গাড়ির স্বাভাবিক চলাচল ব্যাহত করে। এছাড়াও বলেন, আমার এলাকায় কোনো প্রকার মামলা/রেকার সংক্রান্ত বিষয় ছাড় হবে না।

 

তিনি আরো বলেন,আমার এয়ারপোর্ট এলাকায় যেনো কোনো প্রকার গাড়ী উল্টা ভাবে প্রবেশ না করে সে বিষয় সকল সার্জেন্ট,কনেস্টেবল ফোর্স চোখ কান খোলা রেখে কাজ করবেন।এমন কি,কোনো প্রকার লোকাল যানবাহন দাঁড়াবে না।দাঁড়ানো মাত্রই আপনারা সাথে সাথে সেই যানবাহনের কাগজ নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেন বলে আমি সকল সার্জেন্ট কনেস্টেবল ফোর্সদের কাছে শতভাগ আশাবাদী।

 

এছাড়াও ২০২৩ সালে হজ মৌসুমে সম্মানিত হাজী সাহেবদের সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে যাত্রী সেবা নিশ্চিত করেন।এমনকি দেশের মরন ব্যাধী কোভিড-১৯ করোনা ভাইরাস আঘাত আনার পর থেকে দেশের জনগনের জান মালের নিরাপত্রার কথা চিন্তা করে তিনি সহ-তার অধিনস্ত সকল সার্জেন্ট কনেস্টেবল ফোর্সদের কে নিয়ে নিজেদের পরিবারের কথা না ভেবে নিরলস ভাবে পরিশ্রম করেছেন বলে সরজমিনে দেখা যায়। এমন কী তিনি প্রতিনিয়ত করোনা ভাইরাস মোকাবেলা সচেতনতা মূলক মাইকিং লিফলেট মাক্স,হ্যান্ড স্যানিটাইজার থেকে শুরু সকল প্রকার পদক্ষেপ গ্রহন করেছেন।

 

এই পুলিশ কর্মকর্তার সাথে গ্লোবাল নিউজ বিডি২৪ ডট কমের প্রতিনিধি মুঠোফােনে যোগাযোগ করেন। তিনি আরো জানান, আমাদের ট্রাফিক উত্তরা বিভাগের সুযোগ্য উপ- কমিশনার নাবিদ কামাল শৈবাল ( পিপিএম সেবা) স্যার, ট্রাফিক উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব মো. কামরুজ্জামান স্যার,এয়ারপোর্ট বক্সের সহকারী পুলিশ কমিশনার স্যারের দিক নির্দেশনা মোতাবেক কাজ করি।

 

তিনি আরো বলেন পুলিশে এসেছি সেবার ব্রত নিয়ে।সত্য ও ন্যায়ের পথে সব সময় কাজ করে যাবো সব সময়। আমরা আশাকরি এ পুলিশ কর্মকর্তা কাজের দক্ষতা অনুসারে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদকে ভূষিত হবেন।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *