কোস্টগার্ডের অভিযানে ৮০০ কেজি জাটকা জব্দ
মোঃ হাফিজুল ইসলাম শান্ত : বরিশালে কোস্টগার্ডের অভিযানে ৮০০ ’ কেজি জাটকা জব্দ করা হয়েছে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোষ্টগার্ড দক্ষিণ জোনস্থ বরিশাল কোস্টগার্ডের বিসিজি স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম আতাহার আলী নেতৃত্বে বরিশাল জেলার সদর উপজেলাধীন চরমোনাই ব্রীজ সংলগ্ন কীর্তনখোলা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (০৬ জানুয়ারী ) রাত ২ টা ৩০ মিনিটের দিকে অভিযান পরিচালনা করেন । অভিযানে ০১ টি স্টিলবডি নৌকা তল্লাশি করে ৮০০ কেজি জাটকাসহ ৮ জনকে আটক করেছেন, তবে জাটকা বহনকারী স্টিলবডি নৌকায় জাটকা ব্যতীত বড় ইলিশ ও অন্যান্য বৈধ মাছ থাকায় আটককৃতদের মুসলেকা নিয়ে জাটকা ব্যতীত নৌকা ও অন্যান্য মাছ সহ ছেড়ে দেয়া হয়।
পরবর্তীতে বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাসের উপস্থিতিতে জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা, বৃদ্ধাশ্রম, শিশুসদন ও গরীব দুঃস্থদের মাঝে বিতরন করা হয়।