নড়াইলে ১০০ পিচ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১

প্রকাশিত: 2:24 pm, September 30, 2023 | আপডেট: 2:24 pm,

নড়াইলে ১০০ পিচ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১

খন্দকার ছদরুজ্জামান, নড়াইল জেলা প্রতিনিধি: মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ রিয়াজুল ইসলাম@ তুহিন(২৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ রিয়াজুল ইসলাম লোহাগড়া থানার কাশিপুর গ্রামের মৃত সিদ্দিক শেখের ছেলে। অদ্য ২৮ সেপ্টেম্বর দুপুরে লোহাগড়া থানাধীন কাশিপুর ইউনিয়নের এড়েন্দা গ্রাম থেকে তাকে আটক করা হয়।

 

গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ জনাব নাসির উদ্দিন এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) মিজানুর রহমান, এএসআই(নিঃ) ছদরুল আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার নিকট থেকে ১০০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *