না:গন্জের বন্দরে বাতিঘর সংগঠনের মাতৃভাষা দিবসে ফ্রি চিকিৎসা সেবা

প্রকাশিত: ৯:৩১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২৩ | আপডেট: ৯:৩১ পূর্বাহ্ণ,

স্টাফ রিপোর্টারঃ গতকাল ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার বন্দর সালেহ নগর এলাকায় অরাজনৈতিক সংগঠন বাতিঘরের উদ্যােগে অসহায় সুবিধা বঞ্চিত তিন ৩ “শত মানুষের মাঝে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

 

একঝাঁক তরুণদের নিয়ে একটি অরাজনৈতিক সেবা মূলক সংগঠন বাতিঘর ২১ ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফ্রি পেসার মাপা, রক্ত গ্রুপ নির্ণয়, রক্তদান সহ বিভিন্ন চিকিৎসা সেবা প্রদান করেন।

 

এসময় সংগঠনের সভাপতি গাজী আবু সাঈদ বলেন রাসূলূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন – যে ব্যক্তি কোনো মুমিনের পার্থিব কষ্টসমূহ থেকে কোনো কষ্ট দূর করবে কিয়ামতের কষ্টসমূহ থেকে আল্লাহ তার একটি কষ্ট দূর করবেন। আমাদের এই সংগঠনটি সব সময় অসহায় দারিদ্র সুবিধা বঞ্চিত মানুষের কল্যানে নিয়োজিত থাকবে ইনশাআল্লাহ।

 

উক্ত চিকিৎসা সেবা প্রদান কালে সার্বিক সহযোগিতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল আল ফয়সাল,অফিস সম্পাদক হাফেজ আল ইমরান, ক্রিড়া সম্পাদক অমিত হাসান, অর্থ সম্পাদক সফিউর রহমান অপু, আইটি ও মিডিয়া সম্পাদক সাহিত্য সম্পাদক কামাল হোসাইন, কার্যকরী সদস্য নাজির হোসাইন, কার্যকরী সদস্য বাবু,মো রাকিব প্রমূখ।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *