পোস্তগোলা পুলিশ ফাঁড়ির কনস্টেবলকে বিদায়ী সংবর্ধনা

প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৩ | আপডেট: ৮:২০ অপরাহ্ণ,

মোঃ আনোয়ার হোসেন: ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারী বিভাগের শ্যামপুর মডেল থানার অন্তর্ভুক্ত পোস্তগোলা পুলিশ ফাঁড়ির উদ্যেগে দীর্ঘ চাকুরী জীবনের শেষ কর্মস্থল পোস্তগোলা পুলিশ ফাঁড়ির মোঃ আব্দুল কাদের খান (৫৯) নামের এক কনস্টেবলকে রাজকীয় বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।

 

বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুরে তাকে এ বিদায় সংবর্ধনা দেয়া হয়। সিনিয়র অফিসার ও সহকর্মীদের কাছ থেকে এমন সম্মানের সহিত বিদায় নিতে পেরে খুশি কনস্টেবল মোঃ আব্দুল কাদের খান। আব্দুল কাদের সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার এনায়েতপুর গ্রামের মোহাম্মদ ইসমাইল হোসেন খানের বড় ছেলে।

 

১৯৯৩ সালে পুলিশ বাহিনীতে যোগদান করে দীর্ঘ প্রায় ৩১ বছর চাকুরী জীবন শেষে (অবসরজনিত) রাজকীয় বিদায় নেন আব্দুল কাদের।

 

বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারী বিভাগের শ্যামপুর জোনের সহকারী উপ-পুলিশ কমিশনার নূরুননবী, ওয়ারী বিভাগের পেট্রোল এসি বিপ্লব, শ্যামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম, পেট্রোল ইন্সপেক্টর জাহিদুল ইসলাম জাহিদ, পোস্তগোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহাগ চৌধুরী সহ ফাড়ির পুলিশ সদস্যরা। পরে কনস্টেবল আব্দুল কাদেরের হাতে সবাই বিশেষ উপহার সামগ্রী তুলে দেন এবং তাকে নিয়ে মধ্যাহ্ন ভোজে অংশ নেন।

 

 



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *