প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সাফল্য
হীমেল কুমার মিত্র: বঙ্গবন্ধু’র জৈষ্ঠ্য কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের কয়েক বছরের সাফল্য নিম্নরুপ-
টিসিবির মাধ্যমে ১ কোটি পরিবারকে স্বল্পমূল্যে তেল, চিনি, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সরবরাহ করছে সরকার। ফলে উপকৃত হচ্ছে নিম্নআয়ের প্রায় ৫ কোটি মানুষ।
দেশজুড়ে প্রায় ২৭ হাজার ডিজিটাল সেন্টার থেকে প্রতিমাসে ৭০ লাখ মানুষকে সেবা দিচ্ছে সরকার। যেকোন তথ্য-প্রযুক্তিগত সেবার জন্য আপনার নিকটস্থ ডিজিটাল সেন্টারে যান।
ভবিষ্যতের স্মার্ট প্রজন্ম গড়ার লক্ষ্যে শতভাগ শিশুকে উপবৃত্তির আওতায় এনেছে সরকার। ফলে বিনামূল্যে শিক্ষাসুবিধা পাচ্ছে ১ কোটি ৩০ লাখের বেশি শিশু।
২০০৬ সালে মেয়েদের প্রাথমিক শিক্ষার হার ছিল ৫৪%। বর্তমান সরকারের সময়ে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৯৮.২৫ %।
২০০৬ সালে শ্রমিকদের ন্যূনতম মজুরি ছিল মাসিক ১৪৬২ টাকা। বর্তমান সরকারের সময়ে তা দাঁড়িয়েছে ৮৩০০ টাকা।
২০০৬ সালে প্রবৃদ্ধির হার ছিল মাত্র ৫.৪০%। বর্তমান সরকারের সময়ে ২০২৩ সালে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৭.২৫%।