শান্তি সমাবেশ সফল করার লক্ষে রাঙ্গাবালী উপজেলা যুবলীগের প্রস্তুতি সভা

প্রকাশিত: ১১:১৪ অপরাহ্ণ, জুন ২৩, ২০২৩ | আপডেট: ১১:১৪ অপরাহ্ণ,

মোঃ জাহাঙ্গীর হোসেন: বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাড. ড. শামীম আল সাইফুল সোহাগ বলেছেন, আর ছয়মাস পর জাতীয় নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে বিএনপি নানা ষড়যন্ত্র করে আসছে। আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে দেশে বিদেশে ষড়যন্ত্রের নীল নকশায় মরিয়া হয়ে উঠেছে। ওরা জাতীর পিতা বঙ্গবন্ধুর  মুরাল ভেঙ্গে আবারও প্রমান করেছে যে, ওরা স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী নয়।

 

২৪ জুন পটুয়াখালী জেলা শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে রাঙ্গাবালী উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ২৩ জুন (শুক্রবার) সকাল ১০ টায় প্রস্তুতি সভায় এ্যাড.ড. শামীম আল সাইফুল সোহাগ বলেন, কুয়াকাটা পর্যটন নগরী কুয়াকাটা, পায়রা বন্দরসহ কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলায় উন্নয়ন করেছেন। মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। দেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বি হয়েছে। তাই এদেশের মানুষ আবারো আওয়ামী লীগকে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখবে। আগামীতেও উন্নয়ন অব্যাহত রাখার জন্য সকল ষড়যন্ত্র মোকাবিলা করে আগামী নির্বাচনে আবারও আওয়ামীকে ক্ষমতায় আনতে সকল দ্বিধা দন্দ ভুলে গিয়ে একযোগে কাজ করার আহবান জানান। তিনি আরো বলেন, আওয়ামী লীগ কোন ঠুনকো দল নয়, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে হুমকি ধামকি দিয়ে ক্ষমতা থেকে সরানো যাবেনা।

 

তিনি বলেন, বিএনপি ও তাদের দোষরদের ষড়যন্ত্র মোকাবিলায় এই শান্তি সমাবেশের আয়োজন করা হয়েছে। শান্তি সমাবেশের মধদিয়ে আমরা দেখাতে চাই যুবলীগ মাঠে নামলে বিএনপি পালিয়ে যাবার পথ খুঁজে পাবে না। এসময় তিনি জেলা শান্তি সমাবেশ সফল করতে যুবলীগ নেতৃবৃন্দকে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণের আহবান জানান।

 

রাঙ্গাবালী উপজেলা যুবলীগের সভাপতি হুমায়ূন তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াজ হাওলাদারের সঞ্চালনায় প্রস্তুতি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মাকসুদুর রহমান, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাঙ্গাবালী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শিমুল, যুগ্ন সাধারণ সম্পাদক মাহাথির মোহাম্মদ রেশাদ, রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ভাইস চেয়ারম্যান ওয়ালিদ তালুকদার, অর্থবিষয়ক সম্পাদক ইব্রাহীম খলিল , বড়বাইশদিয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি কামরুজ্জামান হীরা, মৌডুবী ইউনিয়ন যুবলীগ সভাপতি মিজানুর রহমান। সমাবেশে রাঙ্গাবালী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড যুবলীগের কর্মী এবং নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এর আগে রাঙ্গাবালী উপজেলার বাহেরচর নতুন ব্রীজ থেকে একটি শান্তি মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আওয়ামীলীগ অফিসে এসে শেষ হয়।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *