উদযাপিত হতে যাচ্ছে বাংলাদেশ কোস্ট গার্ডের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২৩ | আপডেট: ৬:৫২ অপরাহ্ণ,

নিজস্ব প্রতিবেদক: আগামী ১৩ ফেব্রুয়ারি ২০২৩ যথাযোগ্য মর্যাদা ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আগারগাঁওস্থ কোস্ট গার্ড সদর দপ্তরে বাংলাদেশ কোস্ট গার্ডের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হতে যাচ্ছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী জনাব আসাদুজ্জামান খান, এমপি। পাশাপাশি উক্ত অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল(অবঃ) তারিক আহমেদ সিদ্দিক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব জনাব মোঃ আমিনুল ইসলাম খান, মহাপরিচালক বাংলাদেশ কোস্ট গার্ড রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী, এনবিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি উপস্থিত থাকবেন। এছাড়াও আমন্ত্রিত অতিথিদের মধ্যে বিভিন্ন মন্ত্রনালয়ের মন্ত্রী, সংসদ সদস্য, কূটনৈতিক ব্যক্তিবর্গ, সামরিক ও অসামরিক অতিথিবৃন্দ উপস্থিত থাকবেন। উক্ত অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ কোস্ট গার্ড এর নবনির্মিত স্টেশন লক্ষীপুর এর ০২ টি ভবন ভার্চুয়ালি উদ্বোধন করবেন। পাশাপাশি বাংলাদেশ কোস্ট গার্ড এর কর্মকর্তা, নাবিক এবং অসামরিক কর্মকর্তা ও কর্মচারীদের বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের জন্য বাংলাদেশ কোস্ট গার্ড পদক ও বাংলাদেশ কোস্ট গার্ড (সেবা) পদক প্রদান করা হবে এবং মহাপরিচালক বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক ও প্রেসিডেন্ট কোস্ট গার্ড (সেবা) পদক প্রদান করা হবে। উক্ত অনুষ্ঠানে নিম্নবর্ণিত কোস্ট গার্ড সদস্যবৃন্দ বিভিন্ন শাখায় পদক লাভ করবেনঃ

ক। বাংলাদেশ কোস্ট গার্ড পদক – (বিসিজিএম)।
ক্রমিক পি নং/ সঃ সংখ্যা পদবি ও নাম
১। ৬১৪ রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী, এনবিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি
২। ১১৫৬ ক্যাপ্টেন সাব্বির আহমেদ খান, (জি), পিসিজিএমএস, পিএসসি, বিএন
৩। ১১৯৫ ক্যাপ্টেন মোঃ সাহেদ সাত্তার, (ট্যাজ), পিএসসি, বিএন
৪। ১১৬০ কমান্ডার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, (এনডি), পিএসসি, বিএন
৫। ২৫৫২ লেঃ কমান্ডার মোঃ তারেক হাসান প্রীতম, (জি), বিএন
৬। ২৮০৩ লেঃ কমান্ডার মোঃ নাঈম উল হক, (এক্স), বিএন
৭। ৩১৩২ লেঃ এস এম তাহসিন রহমান, (এক্স), বিএন
৮। ৯২০৪৬১ এম মোখলেছুর রহমান, সিপিও(এফসি-১)
৯। প্রাক্তন ২০১৩১০৩০ মৃত পারভেজ আলম, টপ-১
১০। প্রাক্তন ২০১৭০৩৫৩ মৃত সালমান সরকার, এমই-১

খ। প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক – (পিসিজিএম)।

ক্রমিক পি নং/ সঃ সংখ্যা পদবি ও নাম
১। ১৩৯৭ কমান্ডার মোহাম্মদ মেসবাউল ইসলাম, (সি), পিএসসি, বিএন
২। ১৫৯১ কমান্ডার মোঃ জিয়াউল হক, (সি), পিএসসি, বিএন
৩। ২৮৭৮ লেঃ কমান্ডার মোঃ মামুনুর রহমান মুন, (এক্স), বিএন
৪। ৩০৯৩ লেঃ মোঃ সাদিক হোসেন, (এক্স), বিএন
৫। ৩১০৬ লেঃ মোঃ নাজমুল ইসলাম, (এক্স), বিএন
৬। ৯৭০০২৭ ফারুক আহম্মেদ, এসসিপিও(এক্স)(কিউএ-১)
৭। ৯৩০৭৩২ মোঃ হুমায়ুন খান, সিপিও (টিডি-১)
৮। ৯৯০১৪৮ মোঃ আব্দুল হাকিম, পিও(এফসি-১)
৯। ২০১৫০৮২৮ শুভজিৎ দাস, এবি(এফসি-২)
১০। ২০১৬০৫০৫ শাহাজুল ইসলাম, এবি(কিউআরপি-২)

গ। বাংলাদেশ কোস্ট গার্ড পদক- সেবা (বিসিজিএমএস)।

ক্রমিক পি নং/ সঃ সংখ্যা পদবি ও নাম
১। ৬১২ কমডোর মোঃ এনামুল হক, (সি), পিএসসি, বিএন
২। ১১১৯ ক্যাপ্টেন মোঃ শহীদুল্লাহ আল ফারুক, (ই), এনপিপি, পিএসসি, বিএন
৩। ১২২৬ কমান্ডার মুহাম্মদ নাজমুল হক, (ই), বিএন
৪। ১৪২১ কমান্ডার এস এম নূর-ই-আলম, (জি), পিএসসি, বিএন
৫। ১৭২৮ কমান্ডার এম সেলিম আখতার, (শিক্ষা), বিএন
৬। ৯৩০৩৪০ মোঃ ওসমান গণি, সিপিও (কিউআরপি-১)
৭। ২০১৩০১৭৭ মোঃ আল মামুন, এলআরও (জি)
৮। ২০১৪০৪০৭ মোস্তাফিজুর রহমান, এল রাইটার
৯। ২০১৫০৩০০ মোঃ ইলিয়াস রেজা খান, এবি (এফসি-৩)
১০। ৯৫০০০২ এম শমসের আলী, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

ঘ। প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক- সেবা (পিসিজিএমএস)।

ক্রমিক পি নং/ সঃ সংখ্যা পদবি ও নাম
১। ১০২৭ কমান্ডার মোঃ আবু বকর, (এল), বিএন
২। ১৪৬৫ কমান্ডার রিয়াজ শহীদ, (এস), পিএসসি, বিএন
৩। বিএ-১০২১৬০ সার্জন লেঃ কমান্ডার মোঃ ইমরান জুয়েল, এএমসি
৪। ৯৩০৩৩৮ মোহাম্মদ ছানোয়ার হোসেন, এসসিপিও(কম)
৫। ৯৪০৩৪৮ শাকিল আহমেদ, এমএএ
৬। ৯১০৪৬৪ মোঃ রফিকুল আলম, পিও (এফসি-১)
৭। ২০০২০১২৫ এম নজরুল ইসলাম, পিও(কিউএ-১)
৮। ২০০৪০২০১ মোঃ আবু এমরান সুজন, পিও(রাইটার)
৯। ২০১২০৩৮৭ জিয়াউর রহমান, এল রাইটার
১০। ২০১১০৬ মোঃ আব্দুর রহিম মোল্লা, এমটিডি

১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়ে বাংলাদেশ কোস্ট গার্ড বর্তমানে দেশের বিশাল সমুদ্র ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। দেশের সমুদ্রসীমা ও উপকূলীয় এলাকায় আইন-শৃঙ্খলা নিশ্চিতকরণ, জনগণের জানমাল রক্ষা, চোরাচালান, মাদক ও মানব পাচার দমনের পাশাপাশি নানাবিধ প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ ও সহায়তা প্রদানের মধ্য দিয়ে বাংলাদেশ কোস্ট গার্ড মানুষের মাঝে নিরাপত্তা ও আস্থার বিশ্বস্ত প্রতীকে পরিণত হয়েছে। এছাড়াও কোস্ট গার্ডের নিরলস প্রচেষ্টায় চট্টগ্রাম বন্দর ঝুঁকিপূর্ণ বন্দরের তালিকা থেকে বের হয়ে একটি নিরাপদ বন্দরে পরিণত হয়েছে। বাংলাদেশ কোস্ট গার্ড জন্মলগ্ন থেকে ২০২২ সাল পর্যন্ত প্রায় ২১ হাজার ২৮৯ কোটি টাকার অধিক মূল্যমানের অবৈধ দ্রব্যসামগ্রী আটক করেছেঃ

অভিযান/অপারেশনের নাম সাফল্যের খতিয়ান
চোরাচালান প্রতিরোধ চোরাচালান প্রতিরোধ অভিযানে বাংলাদেশ কোস্ট গার্ড জন্মলগ্ন থেকে ২০২২ সাল পর্যন্ত প্রায় ৯৭৯ কোটি ১৭ লক্ষ টাকার বিভিন্ন প্রকার চোরাচালান পণ্য আটক করেছে
মৎস্য সম্পদ রক্ষা
১৭ হাজার ৯৯২ কোটি টাকা মূল্যমানের নিম্নলিখিত অবৈধ সামগ্রী আটক করা হয়ঃ

১। জাটকা: ৩০,৮৭,১২২ কেজি
২। কারেন্ট জাল: ৩৫৯,২১,৫৫,৮৪৫ মিটার ৩। অন্যান্য জাল: ৯২,১২,৪১,১৩৯ মিটার
৪। বেহুন্দী/মশারী জাল: ২০,৬৮,৯৪৬ পিস
৫। চিংড়ি/ফাইসা পোনা: ২৯৩,৩১,৭০,২১৩ পিস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অভিযানে বাংলাদেশ কো



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *