হারানো দুই প্যাক উদ্ধারে যা করছেন জায়েদ খান
বিনোদন ডেস্ক: আবারও নতুন রূপে দর্শকদের সামনে ফিরতে চলেছেন চিত্রনায়ক জায়েদ খান। বড় বাজেটের একটি ছবির জন্য এরইমধ্যে প্রস্তুতি শুরু করেছেন তিনি। তার লক্ষ্য শরীরে ঢেকে যাওয়া দুই প্যাক উদ্ধার করা। এর জন্য প্রতিদিন খাচ্ছেন দুই হালি কুসুম ছাড়া ডিম।
এছাড়া শরীরের যত্ন নিতে প্রতিদিন ব্যয় করছেন চার ঘণ্টা সময়।
এ প্রসঙ্গে জায়েদ বলেন, ‘নিজেকে প্রস্তুত করছি নতুন রূপে। দর্শক আবার আমাকে সিক্স প্যাক লুকে দেখবেন। এর আগেও আমি সিক্স প্যাক বানিয়েছিলাম। কিন্তু নিয়মিত শরীরচর্চায় সময় না দেওয়ায় দুই প্যাক ঢেকে গেছে। এখন দুই প্যাক উদ্ধারে নেমেছি।’
অভিনেতা আশা করছেন, চার মাসের মধ্যে তাকে নতুন লুকে দেখবেন দর্শক। জায়েদ খান বলেন, ‘আমি একটা পারফেক্ট লুক দিতে চাইছি। নিয়মিত বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে হয়। তার জন্য নায়কদের শরীর সবসময় পারফেক্ট রাখা দরকার।’
ডায়েট করার জন্য কী ধরনের খাবার খেতে হচ্ছে? জায়েদ খান বললেন, ‘এখন ভাত কম খাচ্ছি। মাছ, দুধ, ডিম, পিনাট বাটার, বাদাম নিয়ম করে খাচ্ছি। এছাড়া কুসুম ছাড়া আটটা করে ডিম খেতে হচ্ছে। জিম করে শরীর অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।’
বিভিন্ন সময় তিনি শুধু ট্রলের শিকার হন। এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র। সেটা নিয়েও কিছু মানুষ ট্রল করে ছোট করতে চান। এখন এগুলো নিয়েও অনেকেই হাসাহাসি করবেন।’
তবে এসবে গুরুত্ব দেন না বলে জানান জায়েদ খান। নায়ক বলেন, ‘ঢালিউডে যখন প্রথম সিক্স প্যাক শরীর করেছি, তখনও অনেকেই ট্রল করেছেন।’
জায়েদ জানান, ভবিষ্যতে তিনি কিছু বড় বাজেটের সিনেমার কাজ নিয়ে ব্যস্ত হবেন। সেগুলো নিয়ে এখনই কথা বলতে চান না।
অভিনেতা বলেন, ‘আমি যখনই কোনো কাজের খবর দেই, তখন অনেকেই আমার পেছনে লাগেন। কারা আমাকে কাজ দিয়েছেন, তাদের নানা কথা বলে কাজ থেকে আমাকে দূরে সরিয়ে দেন। আমাকে নিয়ে নিয়মিত চক্রান্ত হয়। এগুলো এখন সয়ে গেছে। এখন দর্শক আমাকে ভালোবাসেন। তাদের জন্য কাজ করে যাবো। নিয়মিত লাইভ প্রোগ্রাম করব।’
জায়েদ খান আরও বলেন, ‘এবার আমার জেলায় শুটিং করলাম। হাজার হাজার মানুষ আমার শুটিং দেখতে এসেছেন। যেখানেই যাই, মানুষ ঘিরে ধরে, আমার সিনেমার শুটিংয়ের ছবি ভাইরাল হয়, আমার নাম ভক্তরা রক্ত দিয়ে লেখেন, সেসব ভক্তের জন্য ভালো কিছু কাজ নিয়ে ফিরব। তারাই আমার অনুপ্রেরণা।’
সবশেষ জায়েদ শেষ করেছেন জাহিদ হোসেনের পরিচালনায় ‘সোনার চর’ সিনেমার শুটিং। সেটির ডাবিং নিয়ে শিগগিরই ব্যস্ত হবেন তিনি। এ সিনেমায় আরও অভিনয় করেছেন ওমর সানী, মৌসুমী, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।