গলাচিপায় স্কাউট’স দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

প্রকাশিত: 4:29 pm, April 10, 2023 | আপডেট: 4:29 pm,

গলাচিপায় স্কাউট’স দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

মোঃ নাসির উদ্দিন: পটুয়াখালীর গলাচিপায় বাংলাদেশ স্কাউটস দিবস-২০২৩ পালিত হয়েছে। ‘স্কাউটিং করবো, স্মার্ট বাংলাদেশ গড়বো’- এই স্লোগানকে সামনে রেখে এ উপলক্ষে সোমবার (১০ এপ্রিল) সকাল ১০ টায় বাংলাদেশ স্কাউটস গলাচিপা উপজেলা শাখার আয়োজনে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে র‌্যালীটি একই স্থানে এসে শেষ হয়।

 

র‌্যালী শেষে উপজেলা অডিটরিয়াম সভা কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম মোস্তফা। এ সময় আরও উপস্থিত ছিলেন স্কাউটস উপজেলার সদস্য সচিব গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়’র প্রধান শিক্ষক নিজাম উদ্দিন, আটখালী মাধ্যমিক বিদ্যালয়’র প্রধান শিক্ষক ও গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিট লিডার এবং কাব ও স্কাউট শিক্ষার্থীরা।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *