এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের বসার স্থান করে দিলেন এমপি বাবলা
আনোয়ার হোসেন: ২০২৩ সালের এসএসসি দাখিল ও সমমান পরীক্ষার্থীদের অভিভাবকদের তীব্র তাপদাহে উপেক্ষা না করে বসার স্থান করে দিয়েছেন ঢাকা-৪ (শ্যামপুর-কদমতলী) আসনের মাননীয় সংসদ সদস্য ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা। ঢাকা-৪ সংসদীয় আসনের ছয়টি পরীক্ষা কেন্দ্রেই তিনি অভিভাবকদের বসার এই সুব্যবস্থা করে দিয়েছেন।
সরেজমিনে এই ব্যাতিক্রমী উদ্যোগের একটি চিত্র লক্ষ্য করা যায় জুরাইন শেখ কামাল উচ্চ বিদ্যালয়ের মেইন গেটের পাশে।
সেখানে গিয়ে দেখা যায় ২০২৩ সালের অংশ্রগহণ করা এসএসসি দাখিল ও সমমান পরীক্ষার্থীদের অভিভাবকদের নির্দিষ্ট কোন রকম বসার স্থান না থাকায় সাংসদ আবু হোসেন বাবলার এক ব্যাতিক্রমী উদ্যোগের মাধ্যমে অভিভাবকদের জন্য বসার ও তীব্র তাপদাহ থেকে মুক্তির জন্য সুপিয় খাবার পানির ব্যবস্থাও করে দিয়েছেন।
একজন অভিভাবক সন্তুষ্টির স্বরে বলেন, স্থানীয় সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা ভাইয়ের পক্ষ থেকে আমাদের জন্য এ সুন্দর ব্যবস্থা করা হয়েছে। ধন্যবাদ জানাই এমপি মহোদয় কে। এখানে যদি বৈদ্যুতিক পাখার ব্যবস্থা রাখা হতো তাহলে আরো ভালো হতো।